ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeউৎসব/দিবসপঞ্চগড়ে জাতীয় যুব দিবস পালিত

পঞ্চগড়ে জাতীয় যুব দিবস পালিত

পঞ্চগড় প্রতিনিধি : ‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্যে পঞ্চগড়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ ও প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ ও প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার সকালে পঞ্চগড় যুব উন্নয়ন অধিদপ্তরের হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. সাবেত আলী।

পঞ্চগড় যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মো. মকছুদুল কবীরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মো. শহিদুল মান্নাফ কবীর।

যুব প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক (মৎস্য) সোহবার হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য দেন সদর থানার অফিসার ইনচার্জ এস এম মাসুদ পারভেজ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী ফজলে রাব্বী, আত্মকর্মী ও প্রশিক্ষণার্থী (পোষাক তৈরী) মোসনাথ জাহান, যুব সংগঠক স্বপ্ন যুব সমাজ কল্যাণ সংস্থার লুৎফর রহমান প্রমূখ। আলোচনা সভা শেষে যুব ঋণের চেক ও প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular