ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশপঞ্চগড়পঞ্চগড়ে জামায়াতের জনসভা জেলা জামায়াতের সংবাদ সম্মেলন

পঞ্চগড়ে জামায়াতের জনসভা জেলা জামায়াতের সংবাদ সম্মেলন

পঞ্চগড় প্রতিনিধি : আগামী বুধবার ২৬ ফেব্রুয়ারি সকালে পঞ্চগড় চিনকল মাঠে আয়োজিত বিশাল জনসভা উপলক্ষে আজ সোমবার দুপুরে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের আমির অধ্যাপক ইকবাল হোসাইন লিখিত বক্তব্যে বলেন, বিশাল এই জনসভায় লক্ষাধিক মানুষের সমাবেশ ঘটানোর আয়োজন করা হয়েছে। সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিবেন। জনসভায় অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর -দিনাজপু অঞ্চলের পরিচালক মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর -দিনাজপু অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দীন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর -দিনাজপু অঞ্চলের টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল উপস্থিত থাকবেন।

তিনি বলেন, বিশাল জনসভা সফল করতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন। গণমাধ্যমকর্মীদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। বৈষম্যহীন রাষ্ট্র গঠন করতে ন্যায় ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার জন্য আগামী দিনে কেমন বাংলাদেশ হবে এমন দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন। পরে তিনি গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। জনসভার নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসনসহ দলের পক্ষ থেকে শৃঙ্খলা কমিটি কাজ করবে।

তিনি বলেন, পঞ্চগড়ে অনেকগুলো সমস্যার পাশাপাশি সম্ভাবনা রয়েছে প্রচুর। সমস্যাগুলোর সমাধান করে সম্ভবনাগুলোকে কাজে লাগানো গেলে পঞ্চগড়কে একটি উন্নয়ন ও সমৃদ্ধির আদর্শ জেলা রুপান্তরিত করতে পারব, ইনশাআল্লাহ। ইস্পিত পঞ্চগড়ে থাকবেনা সন্ত্রাসীদের দৌরাত্ম, চরিত্র বিধ্বংসী অশ্লীল কর্মকাণ্ড, মাদক সেবন -বিক্রি ও বিপণন, মাস্তানি, দখলদারিত্ব আর চাঁদাবাজি। উন্নত চিকিৎসা ব্যবস্থা ও উচ্চ শিক্ষা গ্রহণের সুবিধামন্ডিত পঞ্চগড় হবে বসবাস যোগ্য, ভয়হীন, বৈষম্যমুক্ত, সবার জন্য কাজের সৃষ্টিকারী ইনশাআল্লাহ।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে নায়েবে আমির মাওলানা মফিজ উদ্দিন, পৌর জামায়াতের সেক্রেটারি নাসির উদ্দিন, জেলা কর্মপরিষদ সদস্য আবুল বাশার, জেলা তারবিয়্যাত সেক্রেটারি শহীদ আল ইসলাম, জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি রাশেদ হাসানসহ জেলা ও পৌর জামায়াত ও ছাত্রশিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জেলায় কর্মরত অর্ধশত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular