পঞ্চগড় প্রতিনিধি: বাংলাদেশ জাসদের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার আটোয়ারীর গোল চত্বরে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে আটোয়ারী উপজেলা সভাপতি আনছার আলী মিঠুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও পঞ্চগড় জেলা সভাপতি অধ্যাপক এমরান আল আমিন। বাংলাদেশ জাসদ আটোয়ারী উপজেলা শাখার সাধারণ সম্পাদক নীতিশ চন্দ্র রায়ের সঞ্চালনায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী সুভাষ চন্দ্র রায়।
উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ জাসদ পঞ্চগড় জেলা নেতৃবৃন্দের মধ্যে সহ-সভাপতি সামুস কিবরিয়া প্রধান, সহ-সভাপতি নাজিমউদ্দীন, সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল।
এ সময় উপস্থিত ছিলেন জেলা কমিটির সহ-সভাপতি মখলেছুর রহমানসহ স্থানীয় নেতৃত্ববৃন্দ। বক্তাগন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জুলাই-আগষ্ট শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ছাত্র-জনতার সরকারের প্রতি অকুন্ঠ সমর্থন জানান এবং বাংলাদেশ জাসদের নীতি আদর্শ ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সঠিক প্রগতিশীল ধারার রাজনৈতিক দল বীর মুক্তিযোদ্ধা শরীফ নুরুল আম্বিয়া ও বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধানের নেতৃত্বে বাংলাদেশ জাসদএর পতাকাতলে সমবেত হওয়ার জন্য সর্বসাধারণের প্রতি আহবান জানান।
অনুষ্ঠান শুরু হওয়ার আগে নেতৃবৃন্দ স্থানীয় জনগণের মাঝে বাংলাদেশ জাসদএর লিফলেট বিতরণ করে গণসংযোগ করেন।