ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
HomeUncategorizedপঞ্চগড়ে দুইদিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু

পঞ্চগড়ে দুইদিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু

পঞ্চগড় প্রতিনিধি:  জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়”এই প্রতিপাদ্যে সামনে রেখে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে দুইদিন ব্যাপী ৪৬ তম বিজ্ঞান মেলা, ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা শুরু হয়েছে।

সোমবার পঞ্চগড়ে সদর উপজেলা পরিষদের হলরুমে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক সাবেত আলী। পরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে অংশ নেয়া স্টল ও শিক্ষার্থীদের উদ্ভাবনী নানা প্রযুক্তি প্রর্দশনী ঘুরে দেখেন অতিথিরা। এ মেলায় জেলা শহরের ২০ শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ গ্রহন করে।

পরবর্তী অনুষ্ঠিত এক আলোচনা সভায় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক সাবেত আলী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বি, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় বক্তারা, জ্ঞান বিকাশে তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞানের কল্যাণকে কাজে লাগিয়ে নিজেদের উদ্ভাবনী জ্ঞানকে কাজে লাগাতে হবে। দেশ ও পরিবেশের প্রয়োজনে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করে জনগণের কল্যাণে কাজ করতে শিক্ষার্থীদের আহ্বান জানান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular