পঞ্চগড় প্রতিনিধি : রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ, জুলাই গণ অভ্যুত্থানের গণহত্যাকারীদের গ্রেফতার করে বিচার,গণহত্যাকারী ও লুটেরাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা, বিদেশে পাচারকৃত টাকা ফেরত আনা, বৈষম্য বিশৃঙ্খলা, চাঁদাবাজির প্রতিবাদে বাংলাদেশ জাসদ পঞ্চগড় জেলা শাখা মানববন্ধন কর্মসূচি পালন করে।
মঙ্গলবার বিকেলে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পাশে ঘন্টাব্যাপী মানববন্ধনে জেলা সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক এমরান আল আমিন, সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, সিনিয়র সহ-সভাপতি শামুস কিবরিয়া প্রধান, মোঃ নাজম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাজ্জাদ হোসেন, প্রচার সম্পাদক সাজ্জাদ আলম ভুট্টো, দপ্তর সম্পাদক মফিদার রহমান মঞ্জু সহ জেলা উপজেলা নেতৃবৃন্দ বক্তব্য দেন।