পঞ্চগড় প্রতিনিধি: সদর উপজেলায় ইউনিয়নের বলেয়াপাড়া গ্রামে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে ওই এলাকাসহ সহস্রাধিক গরু, ছাগল ও মুরগির স্বাস্থ্য পরীক্ষা, সেবা ও পরামর্শ প্রদানসহ কৃমিনাশক টেবলেট ও ডিবি ভিটামিন ওষুধ বিনামূল্যে প্রদান করা হয়।
ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাণি হাসপাতালের ভেটেরিনারি অফিসার ডা. সেলিম উদ্দীন। এ সময় সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মরিয়ম রহমান, স্থানীয় ইউপি সদস্য আব্দুস সালাম, উপ সহকারী প্রাণিসম্পদ অফিসার মো. আব্দুর রহিম, এলএসসি শফিকুল ইসলাম, আবুল হাশেমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।