ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশপঞ্চগড়পঞ্চগড়ে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী যুবক নিহত

পঞ্চগড়ে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী যুবক নিহত

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় জেলার সদর উপজেলার ভিতরগড় সীমান্তের সুইডাঙ্গা এলাকার বিপরীতে ভারতের খালপাড়া এলাকায় বিএসএফের গুলিতে এক বাংলাদেশী চোরাকারবারি নিহত হয়েছে।

তার নাম আল-আমিন (৩৬)। তার বাড়ি জেলার সদর উপজেলার হরিভাষা ইউনিয়নের জিন্নাত পাড়া গ্রামে। সে ওই গ্রামের সুরুজ আলীর পুত্র।

বিজিবি ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, আলামিন গত তিন দিন ধরে নিখোঁজ রয়েছে। আজকে শনিবার ভোররাতে আলামিন সহ ১০-১৫ জনের একটি দল ভারতীয় ভাটপাড়া বিএসএফ ক্যাম্পের টহল দল দেখে ফেলে। এ সময় চোরাকারবারীরা তাদের উপর আক্রমণ করলে আত্মরক্ষার্থে বিএসএফও তাদের উপর গুলি চালায়। এ সময় অন্যরা পালিয়ে আসতে পারলেও আল আমিন নিহত হয়। পরে বিএসএফ তার লাশ ভারতে নিয়ে যায়। খবর পেয়ে সকালে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোঃ বদরুদ্দোজা সীমান্ত পিলার ৭৪৪/৭ এস এলাকায় ভারতের ৪৬ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়কের সঙ্গে পতাকা বৈঠক করেন।
পতাকা বৈঠকে এ ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়ে লাস্ট ফেরতের আহ্বান জানান।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্ট কর্নেল শেখ মোঃ বদরুদ্দোজা বিএসএফের গুলিতে এক চোরাকারবারি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান ভারত ও বাংলাদেশের ১০-১৫ জন চোরাকারবারি বিএসএফকে আক্রমণ করে এ সময় আত্মরক্ষার্থে বিএসএফ গুলি চালাতে বাধ্য হয়।

এদিকে বিএসএফের গুলিতে আল আমিন নিহত হওয়ার খবর পেয়ে ওই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular