ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশপঞ্চগড়মঞ্চস্থ হল গ্রাম আদালতকে জনপ্রিয়করণে বিশেষ নাটক ‘মানে লে’

মঞ্চস্থ হল গ্রাম আদালতকে জনপ্রিয়করণে বিশেষ নাটক ‘মানে লে’

পঞ্চগড় প্রতিনিধি: ‘ভোগান্তি না সমঝোতা’ গ্রাম আদালতকে জনপ্রিয় করণে বিশেষ নাটক ‘মানে লে’ মঞ্চস্থ হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামের মুক্তমঞ্চে জেলা প্রশাসন আয়োজিত ভাষা সৈনিক সুলতান বইমেলায় নাটকটি মঞ্চস্থ করা হয়। এম এস রিপন ও মুস্তাক আহমেদের রচনা ও নির্দেশনায় জেলা প্রশাসনের সহায়তায় নাটকটি মঞ্চায়ন করে অভিনয় শিল্পী শ্রমিক নাট্য গোষ্ঠি।

নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন মুস্তাক আহমেদ, অপু দত্ত, হোসেন রায়হান, এ কে এম সামসউদ্দীন চৌধুরী, আশরাফুল ইসলাম, এ জামান আসিফ, এম এ দুলাল, রেজাউল করিমসহ অন্যান্যরা। মঞ্চ ও আলো ব্যবস্থাপনায় ছিলেন ইনসান সাগরেদ। নাটকটিতে গ্রামের ছোট ছোট সমস্যা নিয়ে আদালত কিংবা থানায় অভিযোগ না করে প্রতিকারের জন্য গ্রাম আদালতে সরণাপন্ন হতে উদ্বুদ্ধ করা হয়।

এতে করে উচ্চ আদালতে মামলার জট যেমন কমবে তেমনি বাড়ির কাছের গ্রাম আদালতে বিনা খরচে কম সময়ে সঠিক বিচার পেতে পারেন ভ‚ক্তভোগিরা। এমন চিত্রই ফুটিয়ে তোলা হয়েছে নাকটিতে। নাটক শেষে নাটকটির ভ‚য়শী প্রশংসা করে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম ইমাম রাজি টুলু।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular