ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশপঞ্চগড়পঞ্চগড়ে লাইসেন্সবিহীন চারটি ইট ভাটা গুড়িয়ে দিলো প্রশাসন

পঞ্চগড়ে লাইসেন্সবিহীন চারটি ইট ভাটা গুড়িয়ে দিলো প্রশাসন

পঞ্চগড় প্রতিনিধি: বোদা উপজেলায় পরিবেশ অধিদফতরের ছাড়পত্র, জেলা প্রশাসনের অনুমোদন না থাকায় চারটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন।

বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ ভাটাগুলোর কার্যক্রম বন্ধ করে দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বোদা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এসএম ফুয়াদ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে পঞ্চগড়ে পরিবেশ অধিদফতরের ছাড়পত্র, জেলা প্রশাসনের অনুমোদন, ইটভাটা পরিচালনার বিভিন্ন লাইসেন্স না থাকায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতরের পঞ্চগড় জেলা কার্যালয় এই অভিযান পরিচালনা করে। অভিযানে বোদা উপজেলার বিভিন্ন এলাকার মেসার্স এস এ আর ব্রিকস, মেসার্স এমএমএল ব্রিকস, মেসার্স এএবি ব্রিকস ও মেসার্স বিবি ব্রিকস নামে চারটি ইটভাটার আগুন নিভিয়ে দেওয়া সহ এক্সেভেটর দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।

এসময় পঞ্চগড় জেলা পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক ইউসুফ আলী প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। অভিযানে বোদা থানার পুলিশ সদস্যরা উপস্থিত হয়ে সহযোগিতা করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বোদা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এস এম ফুয়াদ বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা মোতাবেক অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমাদের এ অভিযান। এই অভিযানে ফায়ার সার্ভিসের সহায়তায় ইটভাটার আগুন নিভিয়ে দেওয়াসহ ভাটার বেশ কিছু অংশ গুড়িয়ে দেওয়া হয়। একই সাথে তাদের সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে তারা যদি আবারো অবৈধ ভাবে কার্যক্রম শুরু করে তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আগামীতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular