ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশপঞ্চগড়পঞ্চগড়ে শূন্য পদে চিকিৎসক পদায়নসহ ৯ দফা দাবিতে অনশনে সেচ্ছাসেবীরা

পঞ্চগড়ে শূন্য পদে চিকিৎসক পদায়নসহ ৯ দফা দাবিতে অনশনে সেচ্ছাসেবীরা

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের ২৫০ শর্য্যা বিশিষ্ট নতুন ভবন চালু,সহ হাসপাতাল ও জেলার ৪টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শূর্ণ পদ সমূহে চিকিৎসল পদায়ন দাবীসহ ৯দফা দাবিতে অনশন কর্মসূচি পালিত হচ্ছে।

আজ মঙ্গলবার সকাল দশটায় পঞ্চগড়-ঢাকা জাতীয় মহাসড়ক সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরের সামনে সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের উদ্যোগে এই কর্মসূচি পালিত হচ্ছে।

উক্ত কর্মসূচিতে বক্তব্য দেন সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের সমন্বয়ক এ্যাড. আহসান হাবীব সরকার, উপ সমম্বয়ক ওয়াসিম আকরাম,সহ সমন্বয়ক মোহাম্মদ সানাউল্লাহ, মানিক খান, মুরাদ হোসেন,গণধিকার পরিষদের নেতা মাহফুজুর রহমান প্রমুখ।

আন্দোলনকারী স্বেচ্ছাসেবীরা জানান, তাদের ৯ দফা দাবি পূরণ তাদের দাবী পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত রাখবেন । এর আগেও এই স্বেচ্ছাসেবী সংগঠনটি পঞ্চগড় স্বাস্থ্য সভা লক্ষ্যের বিভিন্ন কর্মসূচি পালন করেন।
পরে জেলা প্রশাসক ও সিভিল সার্জন আশ্বাস দিয়ে তাদের অনশন কর্মসূচি প্রত্যাহার করে নেয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular