আন্তর্জাতিক ডেস্ক: টানা তৃতীয় দফায় আম আদমি পার্টির জয়ের স্বপ্ন মুখ থুবড়ে পড়ায় পদত্যাগ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী আতিশী মার্লেনা। ২৭ বছর পর আবার দিল্লিতে সরকার গঠন করতে যাচ্ছে নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টি-বিজেপি।
রবিবার বিদায়ী মুখ্যমন্ত্রী আতিশী উপরাজ্যপাল ভিকে সাক্সেনার হাতে পদত্যাগপত্র তুলে দিয়েছেন। অবশ্য, যতোদিন পর্যন্ত নতুন মুখ্যমন্ত্রী শপথ না-নিচ্ছেন, ততোদিন তিনি স্বপদে বহাল থাকবেন। জয় নিশ্চিতের পরই সচিবালয় থেকে কোনো ফাইল যেনো না সরে, সেই নির্দেশিকা জারি করা হয়েছে। সেইসাথে সচিবালয়ে ঢোকার ক্ষেত্রেও বাড়ানো হয়েছে কড়াকড়ি আর নজরদারি।
শনিবার ভোট গণনা শুরুর পর দিল্লি বিধাসভার ৭০টি আসনের মধ্যে ৪৮টিতে জয় নিশ্চিত করে বিজেপি। আম আদমি জয় পেয়েছে ২২টি আসনে। পরিস্থিতি এতোটাই নাজুক যে, হেরে গেছেন সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আর উপমুখ্যমন্ত্রী মনিশ সিসৌদিয়ার মতো প্রভাবশালী নেতারাও।
বিজেপিকে ঠেকানোর লক্ষ্যে কোনো রাজনৈতিক সমঝোতা না হওয়ায় একই আসনে নিজ নিজ দলের প্রার্থী দেওয়ায় ভোট কাটাকাটিতে ১৪টা আসনে হেরে গেছেন আম আদমি পার্টি আর কংগ্রেসের প্রার্থীরা।
উল্লেখ্য, ২০২০ সালে ৬২টি আসনে জয় নিয়ে সরকার গঠন করেছিলো কেজরিওয়ালের আম আদমি পার্টি