ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিপবিত্র শবে বরাতে তারেক রহমানের বাণী

পবিত্র শবে বরাতে তারেক রহমানের বাণী

নিজস্ব প্রতিবেদক: পবিত্র শবে বরাত উপলক্ষে বাণী দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি বলেছেন, শাবান মাসের এক বিশেষ রাতে আসে, শবে বরাত, যা মুসলিমদের জন্য অত্যন্ত মহিমান্বিত। এ উপলক্ষে তিনি বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

তারেক রহমান বলেন, ‘বরাত’ শব্দের অর্থ হলো মুক্তি বা নাজাত, এবং শবে বরাতের রাতের গুরুত্ব অত্যন্ত বেশি। এই রাতে আল্লাহ্ তাঁর সৃষ্টির সেরা জীব মানুষের ভাগ্য নির্ধারণ করেন। তাই ধর্মপ্রাণ মুসলমানরা এই পবিত্র রাতে সারারাত আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিজেদের ভুল, ত্রুটি ও পাপ থেকে মুক্তি প্রার্থনা করেন। তিনি বলেন, আল্লাহ এই রাতে ক্ষমা প্রার্থীদের ক্ষমা করেন এবং তাদের প্রতি অনুগ্রহ প্রদর্শন করেন।

তিনি আরও বলেন, ‘আমরা সবাই যেন সহিংসতা, হিংসা এবং বিদ্বেষ পরিহার করে মানব কল্যাণে নিজেদের নিবেদিত রাখি। মহিমান্বিত এই রাতে আমাদের নিবেদন আল্লাহ কবুল করবেন।’ শবে বরাতের এই বিশেষ রাতে দেশের কল্যাণ ও মুসলিম বিশ্বের শান্তি কামনা করেন তিনি।

এছাড়া, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এক বাণীতে শবে বরাতের মাহাত্ম্য তুলে ধরেন। তিনি বলেন, এই রাত মুসলমানদের জন্য ক্ষমা ও অনুগ্রহের রাত। আল্লাহতায়ালা এই রাতে তার বান্দাদের পাপ মাফ করে দেন এবং তাদের প্রতি অনুগ্রহ করেন। তিনি আশা প্রকাশ করেন, মুসলমানরা এই রাতে আল্লাহর কাছে সঠিক পথে চলার জন্য সাহায্য চাইবেন।

মির্জা ফখরুল বলেন, ‘শবে বরাত ক্ষমার রাত, যেখানে আল্লাহর রহমত ও বরকত বর্ষিত হয়।’ তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেন, যেন এই পবিত্র রাতে সবাই মানবজাতির কল্যাণে কাজ করতে পারে এবং তাদের জীবনে সুখ ও শান্তি বিরাজ করে।

তিনি শবে বরাত উপলক্ষে বাংলাদেশের শান্তি, উন্নতি এবং মুসলিম বিশ্বের সমৃদ্ধি কামনা করেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular