ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশপঞ্চগড়পরাশক্তিগুলো বাংলাদেশের বিরুদ্ধে প্রপাগান্ডা চালাচ্ছে: আসিফ মাহমুদ

পরাশক্তিগুলো বাংলাদেশের বিরুদ্ধে প্রপাগান্ডা চালাচ্ছে: আসিফ মাহমুদ

পঞ্চগড় প্রতিনিধি:   স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া বলেছেন, ফ্যাসিবাদীদের ষড়যন্ত্র এখন চলছে। সাম্প্রতিক সময়ে ফ্যাসিবাদী সরকারের পতন মানতে না পেরে পরাশক্তিগুলো আমাদেরকে ও বাংলাদেশের ব্যাপারে অনেক প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে।

বুধবার পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণকালে এমন মন্তব্য করেছেন।

তিনি বলেন, জনগণের আকাঙ্খা বাস্তবায়নই অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য। জনগণ চায় প্রকৃত সংস্কার শেষে জাতীয় নির্বাচন।সেই লক্ষ্য বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার কাজ করছে।

এসময় তিনি আরও বলেন, আপনারা জানেন যে, এই সরকারের অন্যতম উদ্যেশ্যে ও এজেন্ডা হচ্ছে সংস্কার কার্যক্রম। বিগত ফ্যাসিবাদী সরকার বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে যেভাবে ধ্বংস করেছে।আর্থিক ব্যবস্থা থেকে সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস করেছে। আমরা সমস্ত প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করতে চাই।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, আমি ব্যাক্তিগতভাবে চাই স্থানীয় সরকার নির্বাচনটা দ্রত হোক। কারণ আপনারা জানেন যে জনপ্রতিনিধি ছাড়া সরকারী অফিসারদেরকে দিয়ে যে নাগরিক সেবার প্রয়োজন সেগুলো সঠিকভাবে দেয়া সম্ভব হয়না। নাগরিকরা অনেক ধরনের হয়রানির শিকার হয়, সময় ক্ষেপন হয় এবং নাগরিক সেবা ঠিকমত পায়না। এই চ্যালেঞ্জটা আমাদেরকে এখন ফেস করতে হচ্ছে। আমাদের অফিসারেরা একেকজন অনেক অফিসের অতিরিক্ত দ্বায়িত্বে রয়েছেন। আমি চাই যে স্থানীয় সরকার নির্বাচনটা খুব দ্রæত হোক। রাজনৈতিক সংগঠনগুলোর সাথে এবং সরকারেরর উচ্চ পর্যায়ের একটা সিদ্ধান্ত হলে আমরা হয়তো খুব দ্রত একটা স্থানীয় সরকার নির্বাচন দিতে পারবো।

এ উপদেষ্টা বলেন,  বিগত ফ্যাসিবাদের শাসনামলে উত্তরবঙ্গকে বঞ্চিত করা হয়েছে, এখন থেকে কোনভাবেই উত্তরবঙ্গ আর অবহেলিত থাকবে না। বৈষম্য দূর করতে ও স্থানীয় উন্নয়নের জন্য উত্তরবঙ্গে বরাদ্দ বৃদ্ধি করা হবে। এ ছাড়াও বাংলার মাটিতে ফ্যাসিবাদীদের বিচার করা হবে বলে জানান তিনি।

আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) আব্দুল কাদের, অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড়ের সমন্বয়ক ফজলে রাব্বী, আটোয়ারী উপজেলা বিএনপির আহ্ববায়ত এজেএম বজলার রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির ইউনুস আলী খান প্রমুখ বক্তব্য রাখেন।এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল কাদের, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) কনক কুমার দাস, জেলা ও উপজেলার বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

এর আগে জাতীয় সংগীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভস‚চনা করা হয়।পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত শহীদদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত শহীদ পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা এবং স্থানীয় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular