নিউজ ডেস্ক : ফরিদপুরে নানা আয়োজনের মধ্যে দিয়ে পল্লী কবি জসীম উদদীনের ৪৯ তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) সকাল ১০টায় শহরের গোবিন্দপুরে কবির সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানান জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা, পুলিশ সুপার মো. আব্দুল জলিলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, প্রেসক্লাব, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।
জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশনের আয়োজনে মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবির বাড়ির আঙ্গিনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা, পুলিশ সুপার মো. আব্দুল জলিল, কবিপুত্র খুরশিদ আনোয়ার প্রমূখ।
কবির রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে অংশ নেন অতিথিরা।
জসীম উদ্দীন ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। মোহাম্মাদ জসীম উদ্দীন মোল্লা তার পূর্ণ নাম হলেও তিনি জসীম উদ্দীন নামেই পরিচিত।
ঐতিহ্যবাহী বাংলা কবিতার মূল ধারাটিকে নগরসভায় নিয়ে আসার কৃতিত্ব জসীম উদ্দীনের। তার নকশী কাঁথার মাঠ ও সোজন বাদিয়ার ঘাট বাংলা ভাষার গীতিময় কবিতার উৎকৃষ্টতম নিদর্শনগুলোর অন্যতম। তার কবিতা বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে।
জসীম উদ্দীন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী অনেক গান রচনা করেছেন। ১৯৭৬ সালের ১৪ মার্চ তিনি মৃত্যুবরণ করেন।