ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআইন ও আদালতপাওনা চাওয়ায় মিথ্যা মামলার আসামি বিআরপি সদস্য সচিব

পাওনা চাওয়ায় মিথ্যা মামলার আসামি বিআরপি সদস্য সচিব

সুমন দত্ত: পাওনা টাকা চাওয়ার কারণে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে পুলিশের একটি মামলাবাজ চক্র। সাবেক যুবলীগ নেতা ইসমাইল হোসেন সম্রাটের সহযোগী বেনজির আহমদের নেতৃত্বে গড়ে উঠেছে পুলিশের এই চক্র। মিথ্যা মামলার শিকার বাংলাদেশ সংস্কারবাদী পার্টির (বিআরপি) সদস্য সচিব মো. তৌহিদুল ইসলাম। চক্রটি মামলা থেকে তৌহিদুলের নাম বাদ দিতে মোটা অংকের চাঁদার প্রস্তাব করে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি ২০২৫ ইং) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ভুক্তভোগী মোঃ তৌহিদুল ইসলাম।

তৌহিদুল বলেন, জুলাই আগস্টে হাসিনা বিরোধী আন্দোলনে তিনি শরিক হয়েছিলেন। শিক্ষার্থীদের এই আন্দোলনকে তিনি ও তার পার্টি সমর্থন দিয়েছিলেন। এ কারণে তাকে টার্গেট করে আওয়ামী লীগের একটি চক্র। যার মূল হোতা ছিল পুলিশের বেনজির আহমেদ। এই বেনজির চক্র তাকে যাত্রাবাড়ীতে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় হতাহতের ঘটনায় ৫৭ নম্বর মামলায় ৬৮ নম্বর আসামি করা হয়।

পরে খোঁজ নিয়ে তিনি জানতে পারেন আদালতে বেনজিরের কাছে পাওনা ১১ কোটি ৩ লক্ষ ৬০ টাকা চেয়ে মামলা করলে তাকে এই হয়রানি মূলক মামলায় ঢুকানো হয়। এরপর মামলা থেকে তৌহিদুলের নাম বাদ দিতে মফিজুলের মাধ্যমে এক কোটি টাকা চাঁদার প্রস্তাব পাঠায় বেনজির। চাঁদা না দিলে অন্যান্য মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে বলে হুমকি দেয় সেই দুষ্টু চক্র।

পুরো ঘটনা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করানো হয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা হস্তক্ষেপ কামনা করেন তিনি।

সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন বিআরপি’র যুগ্ম আহবায়ক লায়ন মোহাম্মদ জাহিদ হোসেন পলাশ, যুগ্ম সদস্য সচিব ডঃ নাজমুল করিম, যুগ্ম আহবায়ক মোঃ নাজমুল আলম, যুগ্ম সদস্য সচিব মোবারক হোসেন পারভেজ, মোঃ মাহবুবুর রহমান প্রমুখ।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular