ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিপাচার হওয়া অর্থ ফেরাতে বিশেষ ট্রাইব্যুনাল চায় রাষ্ট্র সংস্কার আন্দোলন

পাচার হওয়া অর্থ ফেরাতে বিশেষ ট্রাইব্যুনাল চায় রাষ্ট্র সংস্কার আন্দোলন

নিউজ ডেস্ক : রাষ্ট্র সংস্কার আন্দোলন জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে দেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে অর্থনৈতিক বিশেষ ট্রাইব্যুনাল চেয়েছে।

দলটির প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম রোববার (২৩ মার্চ) দুপুরে জাতীয় সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের এই কথা জানিয়েছেন।

তিনি বলেন, ‘আমাদের দেয়া ১৬৬টি সুপারিশের মধ্যে ১৫১টিতে কমিশন একমত হয়েছে। ১০টিতে একমত নয় এবং পাঁচটিতে আলোচনার প্রয়োজন রয়েছে।’

হাসনাত কাইয়ুম বলেন, ‘মূলত সংবিধানকে গুরুত্ব দিয়ে আমরা সংস্কার দেখতে চাই। এ বিষয়ে গণভোট হওয়া উচিত। জাতীয় নির্বাচনের আগে কিংবা একই সময়ে হতে পারে এই গণভোট।’

তিনি আরও বলেন, ‘ধর্ম নিরপেক্ষতা না হয়ে ধর্মীয় স্বাধীনতা এবং অসাম্প্রদায়িকতা হওয়া দরকার। মৌলিক অধিকার বাস্তবায়নে জেলায় জেলায় নাগরিক আদালত চেয়েছি। পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে অর্থনৈতিক বিশেষ ট্রাইব্যুনাল আমারা চাই।’

দুদকের আইনে পরিবর্তনের ক্ষেত্রে পরিবর্তন চেয়েছেন জানিয়ে প্রধান সমন্বয়ক বলেন, ‘বিশেষ করে বাজেয়াপ্ত ব্যাপার নিয়ে পরিবর্তন দরকার। আর আদালত অবমাননার ব্যাপারে আমারা কিছু সংস্কার চাই।’

সকাল সাড়ে ৯টার দিকে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সংলাপ শুরু হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular