ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধপারিবারিক বিবাদ ঢুকে গেল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায়

পারিবারিক বিবাদ ঢুকে গেল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায়

সুমন দত্ত: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে হাতিয়ার করে এবার পারিবারিক মামলার বাদীদের ঢুকিয়ে হয়রানি করা হচ্ছে। শনিবার রাজধানীর সেগুনবাগিচাস্থ ক্রাইম রিপোর্টস অ্যাসোসিয়েশন(ক্রাব) হলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানা গেছে। হয়রানির শিকার পরিবার থাকেন পুরান ঢাকার বংশাল থানার ৯০ নং মালিটোলার এক বাড়িতে।

সংবাদ সম্মেলন করেন মরহুম আফজাল হোসেন নান্টু মোল্লার দ্বিতীয় স্ত্রী পারভিন বেগমের সন্তানরা। পারভিন বেগমের সন্তানদের দাবি তাদের কে পিতার সম্পত্তিতে থেকে বেদখল করতে একযোগে হয়রানি করছেন তাদের চাচা মোহাম্মদ আলী ময়না ও তাদের পিতা নান্টুর মোল্লার প্রথম পক্ষের দুই সন্তান বিলকিস সুলতানা মিনু ও শমসের সালাউদ্দিন হারুনসহ অন্যরা।

ঘটনার সূত্রপাত নান্টুর মোল্লার মৃত্যুর পর থেকে। নান্টু মোল্লা অগাধ সহায় সম্পত্তি রেখে মারা যান। মৃত্যুর আগ পর্যন্ত নান্টু মোল্লার দুই স্ত্রী ও তার সন্তানরা এক বাড়িতেই থাকত। মোল্লার মৃত্যুর পর সম্পত্তি নিয়ে দুই স্ত্রীর সন্তানদের মধ্যে শুরু হয় বিবাদ। এতে মোল্লার প্রথম পক্ষের স্ত্রী শাকিলা বেগমের দুই সন্তান বিলকিস সুলতানা মিনু ও শমসের সালাউদ্দিন হারুন কতিপয় সন্ত্রাসী ভাড়া করে নান্টু মোল্লার বিভিন্ন স্থাবর অস্থাবর সম্পত্তির নিয়ন্ত্রণ নেয়। ওইসব স্থাবর অস্থাবর সম্পত্তি থেকে বেদখল করে নান্টু মোল্লার দ্বিতীয় স্ত্রী পারভিন বেগমের সন্তানদের। দুই স্ত্রীর পরিবার মামলায় গেলে আদালত উভয়ের মধ্যে ওয়ারিশ অনুসারে সম্পত্তি বণ্টন করে দেয়। আদালত নান্টু মোল্লার বৈধ ওয়ারিশ হিসেবে সাতজনকে নির্বাচিত করে। তারপরও সম্পত্তি নিয়ে বিরোধ না মিটলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আসামী হিসেবে দ্বিতীয় পক্ষের স্ত্রীর সন্তানদের নাম দিয়ে দেয়। আর এতে সহায়তা করে তাদের চাচা মোহাম্মদ আলী ময়না।

খোজ নিয়ে জানা যায় তাদের চাচা ময়না ও নান্টু মোল্লার প্রথম স্ত্রীর সন্তান বিলকিস বিগত ৫/৮/২০২৪ সালে যোবায়ের হোসেন হত্যা মামলায় তাদের নাম ঢুকিয়ে দেয়। যোবায়ের হোসেন হত্যা মামলাটি সিআর ৬৬৭/২৪ নম্বর। এভাবে বেশ কয়েকটি মামলায় নান্টু মোল্লার দ্বিতীয় স্ত্রীর সন্তানদের জড়িয়ে দিয়ে তাদের কে সম্পত্তি থেকে বেদখল করার চেষ্টায় লিপ্ত নান্টু মোল্লার প্রথম পক্ষের সন্তান ও তাদের চাচা ময়না।

মিথ্যা ও হয়রানি মূলক এসব মামলা থেকে অব্যাহতি চেয়েছে নান্টু মোল্লার দ্বিতীয় স্ত্রীর সন্তানরা। তারা প্রধান উপদেষ্টা ও আইন উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে এ সংক্রান্ত বিষয়ে হস্তক্ষেপের আশা করছেন। যাতে তারা নিরাপদে থাকতে পারেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular