পার্বতীপুর (দিনাজপুর) থেকে মোঃ মিজানুর রহমান মিজানঃ দিনাজপুরের পার্বতীপুরে ৭নং মোস্তফাপুর ইউনিয়ন বিএনপি’র ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যেগে আম বাড়ি হাই স্কুল মাঠে যৌথসভা অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার বেলা ৪ হতে রাত ৯ টার সময় ৭নং- মোস্তফাপুর ইউনিয়নের আমবাড়ি হাইস্কুল মাঠে বিশাল বিএনপি’র ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি’র কেন্দ্র নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপি’র সভাপতি এ জেড এম রেজওয়ানুল হক।
বিশেষে অতিথি মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন ফুলবাড়ী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ শাহাজুল ইসলাম, পার্বতীপুর উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি এ জেড এম মেনহাজুল হক, সাংগঠনিক সম্পাদক মোঃ মোকছেুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক আতিকুর রহমান স্বপন, সেচ্ছাসেবক দলের আহবায়ক হান্নান আশরাফি প্রিন্স ও সদস্য সচিব শরীফুল ইসলাম বাবু প্রমুখ। প্রধান অতিথি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৩১ দফা বাস্তবায়নের জন্য ওয়ার্ড কমিটি সহ বিএনপি’র ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের
নেতাকর্মীদের আগামী নির্বাচনে জন্য কাজ করার প্রস্তুুতি এবং তারুন্যে আহংকার তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমাদের এক সাথে কাজ করার আহবায়ন জানান।