ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়পাহাড়ের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কাজ করছে সেনাবাহিনী : বি. জে. আমান

পাহাড়ের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কাজ করছে সেনাবাহিনী : বি. জে. আমান

নিউজ ডেস্ক : পার্বত্য চট্টগ্রামে শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কাজ করে যাচ্ছে সেনাবাহিনী বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান।

রোববার (২৯ ডিসেম্বর) সকালে জেলা সদরে ঐতিহ্যবাহী য়ংড বৌদ্ধ বিহারে আয়োজিত বুদ্ধ সম্প্রদায়ের সংঘদানে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো.আমান হাসান এসব কথা বলেন।

তিনি পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বৌদ্ধ ভিক্ষুদের সহায়তা চেয়ে বলেন, ‘পাহাড়ের বিভিন্ন ধর্ম-বর্ণের মানুষ বসবাস। সবাই আমাদের ভাই। সবাই সম্প্রীতি চায়। বাংলাদেশ সেনাবাহিনীও পাহাড়ে সম্প্রীতি উন্নয়নে কাজ করছে।’

তিনি বলেন, খাগড়াছড়িতে সেনাবাহিনীর সবাই পরামর্শ ও উপদেশ নিয়ে কাজ করছে।

পার্বত্য চট্টগ্রামকে একটি ফুলের বাগান উল্লেখ করে তিনি বলেন, এ বাগানে বিভিন্ন ফুল রয়েছে। সবাই সম্প্রীতিতে বসবাস করছে। তিনি বিভিন্ন বুদ্ধ বিহার-মন্দিরের যেকোনো কর্মকাণ্ডে সহযোগিতা প্রদানে আশ্বাস দিয়ে বলেন, কোন এক সময় পার্বত্যবাসী চাওয়া-পাওয়ার ধরন পাল্টে যাবে। কোন দুর্ঘটনা ঘটলে আপনার সেনাবাহিনীকে খুঁজবেন, বলবেন, সেনাবাহিনী কই, সেনাবাহিনী আসছে না কেন।

অনুষ্ঠানে বুদ্ধ মূর্তিদান, অষ্ট পরিষ্কার দান, পিণ্ডদানসহ নানা আয়োজন ছিল। এসময় খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার মেজর মো. জাবির সোবহান মিয়াদ ও য়ংড বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকারা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular