ডেস্ক নিউজ : সারা দেশের ন্যায় পিরোজপুরে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৫ উপলক্ষ্যে বর্ণ্যঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ মে) সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম এর নেতৃত্বে সদর উপজেলা সড়কের সিও অফিস চত্বর থেকে একটি শোভাযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এসময় জেলা শিল্পকলা একাডেমিতে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। পরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পিরোজপুর এর উদ্যোগে শহীদ মিনার চত্বর থেকে এবং জেলা শ্রমিক দল শহরের টাউন ক্লাব থেকে পৃথক পৃথক র্যালী ও আলোচনা সভা করেছেন। অপরদিকে জাতীয় শ্রমিক পার্টি পিরোজপুর এবং জেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ন সহ জেলা ও উপজেলাসহ সংশ্লিষ্ট বিভিন্ন শ্রমিক সংগঠন ছাড়াও এ কর্মসূচিতে অংশগ্রহন করেন সকল শ্রেনী পেশার মানুষ।
পিরোজপুরে বর্ণ্যঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে মে দিবস পালিত
RELATED ARTICLES