পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের পীরগঞ্জের ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। উৎপাদানশীল ও সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহনে নারীর সামর্থ্য উন্নয়ন ‘‘স্বপ্ন’’ প্রকল্পের ২য় পর্যায় শীর্ষক ইকো সোস্যাল ডেভলেম্পটে অর্গানাইজেশন (ইএসডি) এর আয়োজনে মঙ্গলবার দুপুরে উপজেলার শানেরহাট ইউনিয়ন পরিষদ হল রুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রশিক্ষণ প্রদান করেন স্বপ্ন প্রকল্প কর্মকর্তা মিজানুর রহমান বিপ্লব।
প্রশিক্ষনের জেন্ডার সংবেদনশীল দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ ও জলবায়ু পরিবর্তনজনিত অভিযোজন, দুর্যোগ, জেন্ডার ও নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষন প্রদান করা হয়। কর্মশালায় ইউপি চেয়ারম্যান মেছবাহুর রহমান, শিক্ষক, ধর্মীয় নেতা, স্বপ্ন প্রকল্পের ইউনিয়ন কর্মী মশফিকুর রহমান, ইউপি সদস্য/সদস্যা ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ৩০জন সদস্য উপস্থিত ছিলেন।