পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : ঢাকা-রংপুর মহাসড়কের পীরগঞ্জ উপজেলা সদরস্থ জামতলায় ওভার ব্রীজ নির্মানের দাবীতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নের্তৃবৃন্দ । বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে ১ ঘন্টা স্থায়ী এ অবরোধ কর্মসুচীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নের্তৃবৃন্দের পাশাপাশী পীরগঞ্জ মহাবিদ্যালয় ও জামতলা মদিনাতুল মাদ্রাসার শিক্ষার্থীরাও অংশ গ্রহন করে ।
অবরোধ কর্মসুচী চলাকালিন সময়ে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী নেতা লেলিন মিয়া, জাকির হোসেন ও শিক্ষক মিজানুর রহমান প্রমুখ ।
এ সময় বক্তারা ওভার ব্রীজের প্রয়োজনীয়তা উল্লেখ করে ৪৮ ঘন্টার সময় সীমা বেধে দিয়ে বলেন, উল্লেখিত সময়ের মধ্যে ওভার ব্রীজ নির্মানের উদ্যেগ গ্রহন করা না হলে পরবর্তিতে আবারও কর্মসুচী দেয়া হবে । অবরোধ কালিন সময়ে মহাসড়কের দু’পার্শে শতাধিক যানবাহন আটকে পড়ে এবং যাত্রীদের দুর্ভোগ পোয়াতে হয় ।