ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধপীরগঞ্জে মস্তক বিহীন মহিলা ও মস্তক উদ্ধারের পর শিশু কন্যার লাশ উদ্ধার

পীরগঞ্জে মস্তক বিহীন মহিলা ও মস্তক উদ্ধারের পর শিশু কন্যার লাশ উদ্ধার

পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি : রংপুরের পীরগঞ্জ থানা পুলিশ এক মহিলার মাথা বিহীন লাশ ও মাথা উদ্ধারের পর নিহত মহিলার শিশু কন্যা সাইমা(৫) এর লাশ উদ্ধার করেছে । রোববার সকালে বদনাপাড়ায় মাটির নীচ থেকে এ লাশ উদ্ধার হয় ।

প্রতাক্ষদর্শী ও পুলিশ জানায়, গত শুক্রবার রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়নের বড় বদনাপাড়া গ্রামের সীম ক্ষেত থেকে পুলিশ এক অজ্ঞাত মহিলার মাথা বিহীন লাশ উদ্ধার করে । তথ্য প্রযুক্তির মাধ্যমে সিআইডি রংপুর ক্রাইমসিন ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ টিম নিশ্চিত হয় উক্ত মহিলা নীলফামারী জেলার জলডাকা উপজেলার পশ্চিম গোল মুন্ডা ফকিরপাড়া গ্রামের মৃত্য রবিউল ইসলামের মেয়ে দেলোয়ারা বেগম(৩১) ।

পীরগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধারের পর সেদিনই মাথাটি উদ্ধারের জন্য ব্যাপক প্রচেষ্টা চালালেও মস্তকটি উদ্ধার করতে পারেনি। পরে সিআইডি রংপুর ক্রাইমসিন ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ টিম ও পীরগঞ্জ থানা পুলিশের অনুসন্ধানের গত শনিবার সকালে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চতরা ইউনিয়নের বড় বদনাপাড়া গ্রামের মুনছুর আলী (তারা মন্ডল) এর পুত্র আতিকুর (৪০) কে গ্রেফতার করে ।

গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আতিকুর হত্যার দায় স্বীকার করলে শনিবার পুলিশ তাকে নিয়ে করতোয়া নদীর টোংরারদহ থেকে মস্তকটি উদ্ধার করে ।

এদিকে গ্রেফতার আতিকুর পুলিশ হেফাজতে থাকাকালিন উক্ত মহিলার কন্যা সন্তান সাইমাকেও হত্যার দ্বায় স্বীকার করলে পুলিশ শনিবার আতিকুরকে নিয়ে বদনাপাড়ায় গিয়ে তার বাড়ীর পার্শে মাটির নীচ থেকে সাইমার লাশ উদ্ধার করে । সাইমার লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে ।
অপর দিকে শিশু কন্যা সাইমার লাশ উদ্ধারের পর ক্ষুব্ধ গ্রামবাসী ঘাতক আতিকুরের বাড়ী ঘর ভাংচুর ও অগ্নি সংযোগ করেছে।

এ ব্যাপারে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এমএ ফারুক গনমাধ্যমকে বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে এবং আমরা হত্যাকান্ডের ব্যাপারে সঠিক তদন্ত চালিয়ে যাচ্ছি । পরবর্তিতে পুর্ণাঙ্গ বিষয় জানানো হবে ।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular