পীরগঞ্জ (রংপুর)প্রতিধি: উপজেলা জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যেগে ১১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে
মানববন্ধন অনুষ্ঠিত।পরবর্তীতে দাবির ব্যাপারে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন তারা ।
বুধবার সন্ধার পুর্বে পীরগঞ্জ প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন পীরগঞ্জ পৌর বিএনপি’র আহবায়ক সাইফুল আজাদ মন্ডল, উপজেলা নাগরিক কমিটির সদস্য ঢাকা বিশ^বিদ্যালয়ের মাসুদ বিল্লাহ, রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের মাসুম বিল্লাহ , মাইদুল ইসলাম মধু, এ এস মজনু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির স্বপন মিয়া, মোরসারিন মোহাম্মদ উৎস, নাহিদ মিয়া, পীরগঞ্জের রাকিব মিয়া, মাহাদি হাসান প্রমুখ।
উক্ত মানববন্ধনে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সকে ১শ’ সজ্জায় উন্নিত করা, পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শূন্য পদ গুলোতে প্রয়োজনীয় দলবল নিয়োগের ব্যবস্থা করা, অবৈধ ইট ভাটা গুলো বন্ধ, পীরগঞ্জে একটা পাবলিক লাইব্রেরী নির্মাণ, হাট বাজার এবং রাস্তা ঘাটে টোল আদায় বন্ধ এবং হাট বাজারের খাস জমি ও অন্যান্য খাস জমি দখলমুক্ত করা সহ ১১ টি দাবী জানানো হয়। পরে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে উল্লেখিত দাবির ব্যাপারে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করা হয় ।