ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশপুলিশকে আর প্রতিপক্ষ বানানোর সুযোগ নেই পুলিশ জনগনের: পুলিশ সুপার

পুলিশকে আর প্রতিপক্ষ বানানোর সুযোগ নেই পুলিশ জনগনের: পুলিশ সুপার

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি: জামালপুর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেছেন,পুলিশকে আর প্রতিপক্ষ বানানোর সুযোগ নেই, পুলিশ জনগনের। আমার পুলিশ আমার দেশ বৈষম্যহীন বাংলাদেশ এই স্লোগানকে নিয়ে ৫ আগস্টের পর নতুন ভাবে পুলিশ গঠিত হয়েছে। আমরা জনগনের নিকট দ্বায়বদ্ধ। জনগনের ট্যাক্সের টাকায় পুলিশের বেতন ভাতা হয়। সেখানে পুলিশ কখনই জনগনের প্রতিপক্ষ হতে পারেনা।

রবিবার বিকালে জামালপুরের ইসলামপুর থানা প্রশাসনের আয়োজনে গুঠাইল বাজার কাচারি মাঠে বিট পুলিশিং সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন- সুস্থ সমাজ বিনির্মানে মাদক, জুয়া, ইভটিজিং, নারী নির্যাতন, বাল্যবিবাহ, অশ্লীলতা জঙ্গিবাদ ও সন্ত্রাসমুক্ত গড়ার লক্ষ্যে সামাজিক ঐক্য গড়ে তোলার বিকল্প নেই। যেকোন অপরাধের বিরুদ্ধে সামাজিক ভাবে প্রতিহত করতে সমাজে সকলের প্রতি আহবান জানান।

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফের সভাপতিত্বে এতে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজমদৌল্লাহ পাহলোয়ান,দপ্তর সম্পাদক ফিরোজ আহমেদ মিন্টু,ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা আমীর সুলতান মাহমুদ সিরাজীসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular