নিজস্ব প্রতিবেদক : পূর্ব শেওড়াপাড়া বাড়ির মালিক উন্নয়ন ও কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) রাজধানীর মিরপুরে সমিতির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় এলাকার বাড়ির মালিকরা অংশগ্রহণ করেন।
মূলত এলাকার বিভিন্ন সমস্যা, বিশেষ করে মাদক, সন্ত্রাস প্রতিরোধ এবং পরিবেশের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে এই আলোচনাটি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আনিসুর রহমান। সাধারণ সম্পাদক জহিরুল হক জুয়েল এবং কোষাধ্যক্ষ আব্দুর রহমান সভার গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরেন। তারা এলাকার বাসিন্দাদের ঐক্যবদ্ধ থেকে এলাকার উন্নয়ন ও নিরাপত্তায় কাজ করার আহ্বান জানান।
উপস্থিত ছিলেন সমিতির কার্যকরী সদস্য এস. এম. হাবিবুর রহমান, আবু তাহের, গোলাম মর্তুজা রাতুলসহ বেশ কয়েকজন সদস্য ও বিভিন্ন ফ্ল্যাট এবং বাড়ির মালিকরা। সভায় এলাকার বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যতে আরও উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণের পরিকল্পনা তুলে ধরা হয়।