ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশচট্টগ্রামপোষ্য কোটা বাতিলের দাবিতে মানববন্ধন

পোষ্য কোটা বাতিলের দাবিতে মানববন্ধন

চবি প্রতিনিধি:   চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পোষ্য কোটা বাতিল এবং জুলাই আন্দোলনে ছাত্র হত্যাকারীদের দ্রুত বিচার দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এ মানববন্ধন করেন।

এ সময় শিক্ষার্থীদরে জনে জনে খবর দে, পোষ্য কোটার কবর দে, তরুয়ার ক্যাম্পাসে পোষ্য কোটার ঠাই নাই, ফরহাদের ক্যাম্পাসে পোষ্য কোটার ঠাই নাই , বাতিল চাই বাতিল চাই, পোষ্য কোটার বাতিল চাই, বিচার চাই বিচার চাই, হত্যাকারীদের বিচার চাই ‘ স্লোগান দিতে দেখা যায়।

মানববন্ধনে বাংলা বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী শুভ হোসেন বলেন, ‘ বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার জন্যই জুলাই – আগষ্টে হাজার হাজার মানুষ রক্ত দিয়েছে। তাদের রক্তের বিনিময়েই আমরা ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ পেয়েছি। এই স্বাধীন বাংলাদেশে কোন পোষ্য কোটা থাকতে পারে না। পোষ্য কোটা থাকার জন্য ছাত্র জনতা প্রাণ দেয়নি। তাই প্রশাসনকে অবিলম্বে পোষ্য কোটা বাতিল করে বিজ্ঞপ্তি দিতে হবে। অন্যথা আমাদের আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে। ‘

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বলেন, ‘ ছাত্রজনতার রক্তের ওপর দিয়ে বিশ্ববিদ্যালয়ের এই প্রশাসন এসেছে। কিন্তু দুঃখের বিষয় এই প্রশাসনের কাছে জুলাইয়ের আন্দোলনে হত্যাকারীদের বিচার চাইতে হয়। পোষ্য কোটা বাতিলের জন্য আন্দোলন করতে হয়। ফ্যাসিবাদের দোসররা প্রশাসনের প্রটেকশনে পরীক্ষা দেয়। যা আসলে লজ্জা ছাড়া আর কিছু নয়। প্রশাসনকে দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের বিচার করতে হবে। সেই সাথে পোষ্য কোটা বাতিল করতে হবে। তা নাহলে আমরা আমরন আনশনে বসতে বাধ্য হব।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular