ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeবিনোদনপ্রতিভাবান তরুণদের জন্য বিশেষ প্রোগ্রাম পরিচালনার ঘোষণা ফারুকীর

প্রতিভাবান তরুণদের জন্য বিশেষ প্রোগ্রাম পরিচালনার ঘোষণা ফারুকীর

নিউজ ডেস্ক : সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন প্রতিষ্ঠান তাদের নিয়মিত কাজের পাশাপাশি তরুণ প্রতিভাবানদের লক্ষ্য করে বেশ কিছু প্রোগ্রাম পরিচালনা করবে।

উপদেষ্টা ফারুকী তার ফেরিফাইড ফেসবুক একাউন্টে এক পোস্টে সোমবার (২৫ নভেম্বর) সকালে এসব তথ্য জানিয়েছেন।

পোস্টে ফারুকী লেখেন, আমরা বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলা একাডেমি, নজরুল ইনস্টিটিউট, জাতীয় গ্রন্থকেন্দ্র, জাতীয় জাদুঘর এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অন্যান্য বিভাগের নিয়মিত কার্যক্রম পরিচালনা ছাড়াও কিছু বিশেষ প্রোগ্রাম সম্পাদন করব।

এ পোস্টে তিনি ফটোকার্ডের মাধ্যমে মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগের সম্ভাব্য কিছু কার্যক্রমের বিষয় উল্লেখ করেছেন।

• শো ক্রিয়েটরস ওয়ার্কশপ

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে শো ক্রিয়েটরস প্রোগ্রাম আয়োজন করা হবে। প্রাথমিকভাবে জানানো হয়েছে, আন্তর্জাতিক OTT ফ্ল্যাটফর্মে অভিজ্ঞ শো-ক্রিয়েটর দিয়ে বাংলাদেশের প্রতিশ্রুতিশীল শো-ক্রিয়েটরদের জন্য কর্মশালার আয়োজন করা হবে।

• ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা

দেশব্যাপী প্রতিভা অনুসন্ধান অনুষ্ঠান করা হবে। যার মাধ্যমে প্রতিভাবান শিশু, কিশোর এবং যুবকদের খুঁজে বের করা হবে। এই অনুষ্ঠান টেলিভিশনে প্রচারিত হবে। এখানে প্রচলিত ক্যাটাগরির পাশাপাশি অনেক নতুন এবং সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ক্যাটাগরি অন্তর্ভুক্ত থাকবে। যেমন: স্ট্যান্ড-আপ কমেডি, র‍্যাপ গান ইত্যাদি। এ প্রোগ্রামটিও বাংলাদেশ শিল্পকলা একাডেমি পরিচালনা করবে।

• সৃজনশীল লেখার কর্মশালা ও বই প্রকাশনা

বাংলা একাডেমির উদ্যোগে প্রতিশ্রুতিশীল লেখকদের জন্য সৃজনশীল লেখার কর্মশালা ও বই প্রকাশনা বিষয়ক প্রোগ্রামের আয়োজন করা হবে।

• ডিজিটাল ওরাল হিস্ট্রি
জুলাই ২০২৪-এ, মানুষ নিজের চোখে যা প্রত্যক্ষ করেছেন তার অডিও ভিজ্যুয়াল রেকর্ড আর্কাইভিং ও ইনস্টলেশন শো এর আয়োজন করা হবে।

• ৮টি থিয়েটার প্রোডাকশন
বাংলা শিল্পকলা একাডেমির পরিচালনায় ৮টি গুরুত্বপূর্ণ থিয়েটার গ্রুপ করা হবে। এতে কমেডি, স্যাটায়ার, ট্র্যাজেডি, মিউজিক্যাল এবং মিশ্র গ্রুপ থাকবে।

• সঙ্গীত
নজরুল ইনস্টিটিউটের আয়োজনে আন্দোলনের র‍্যাপ, রক এবং আধুনিক গানের কনসার্ট ৮টি বিভাগীয় শহরে। একই সঙ্গে কবি নজরুলের গান নিয়ে রক অ্যালবাম ও অ্যালবাম প্রকাশনা করা হবে, থাকবে কনসার্টও।

• কাটুন, পেইন্টিং এবং ফটোগ্রাফি প্রদর্শনী
বাংলা শিল্পকলা একাডেমির আয়োজনে ৮টি বিভাগীয় শহরে কাটুন, পেইন্টিং এবং ফটোগ্রাফি প্রদর্শনী করা হবে।

প্রতিটি প্রোগ্রামের বিষয়ে মন্ত্রণালয় ও স্ব স্ব বিভাগ থেকে বিস্তারিত জানানো হবে বলে পোস্টে উল্লেখ করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

• প্রোডাকশন ওরিয়েন্টেড ফিল্ম মেকিং ওয়ার্কশপ
বাংলা শিল্পকলা একাডেমির আয়োজনে গুরুত্বপূর্ণ চলচ্চিত্র নির্মাতাদের মাধ্যমে এ ওয়ার্কশপ পরিচালিত হবে। ৮টি বিভাগীয় শহরে এ ওয়ার্কশপ চলবে। এবং এ প্রোগ্রামের আওতায় ৮টি ৪০ মিনিটের শর্ট ফিল্ম তৈরি করা হবে। এগুলো ফিকশন/ডকুমেন্টারি/হাইব্রিড জনরা হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular