নিউজ ডেস্ক: ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) ১৮টি দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকটি শুরু হয়ে দেড় ঘণ্টার বেশি সময় ধরে চলে। আলোচনায় জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবিলা ও রোহিঙ্গা ইস্যু প্রাধান্য পেয়েছে বলে জানা যায়।
এ ছাড়াও বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে বলেও জানা গেছে। অর্থনৈতিক খাতে সহযোগিতা বৃদ্ধি এবং বাংলাদেশের সঙ্গে সম্ভাব্য অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তিসহ নানা ইস্যুতেও আলোচনা হয়েছে।
এই বৈঠক বাংলাদেশ ও ইইউ’র সম্পর্ক আরও সুসংহত করবে বলে আশা করা যাচ্ছে।