ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়প্রবাসী কল্যাণের সামনে মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের বিক্ষোভ

প্রবাসী কল্যাণের সামনে মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক:  রিক্রুটিং এজেন্সিকে টাকা দেওয়ার পরও নির্ধারিত সময়ে মালয়েশিয়া যেতে না পেরে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করেছেন কর্মীরা।

বুধবার দুপুর বিক্ষোভকারীরা কারওয়ানবাজার থেকে মন্ত্রণালয়ের উদ্দেশ্যে রওনা দেন। বিক্ষোভে অংশগ্রহণকার মইনুদ্দিন বাবু জানান, তাদের দাবি একটাই দ্রুত মালয়েশিয়া যাওয়া।

এরআগে সকালে বিক্ষোভকারীরা কারওয়ানবাজার গোলচত্বরে জড়ো হতে থাকেন এবং সাড়ে ৯টার দিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। অবরোধ চলে সকাল ১১টা পর্যন্ত।

বিক্ষোভের কারণে সড়কে তীব্র যানজট দেখা দিলে পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দেয়। পরে তারা সোনারগাঁও হোটেলের পাশের ফুটপাতে অবস্থান নেন। এসময় পুলিশ তাদের সেখানে ঘিরে রাখে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের ডেপুটি কমিশনার মো. ইবনে মিজান বলেন, মালয়েশিয়া যেতে ইচ্ছুক কর্মীরা সকাল ৯টা থেকে কারওয়ানবাজার গোলচত্বরে অবস্থান নেন। আমরা তাদের রাস্তা ছেড়ে যাওয়ার অনুরোধ করি, কারণ কাছাকাছি হাসপাতাল-ক্লিনিক আছে এবং রোগীদের যাতায়াতের ক্ষেত্রে অসুবিধা হচ্ছিল।

তারা তাদের সিদ্ধান্ত দিতে না পারায় আমরা তাদের সড়ক থেকে সরিয়ে দিই। পরে তারা সেখান থেকে ইস্কাটনে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের দিকে মিছিল নিয়ে রওনা হন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular