ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাপ্রাথমিক গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন কৈয়ারবিল ও জোড়গাছা বিদ্যালয়

প্রাথমিক গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন কৈয়ারবিল ও জোড়গাছা বিদ্যালয়

নিউজ ডেস্ক: প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর জাতীয় পর্যায়ের খেলায় বালক গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালিকা গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে জোড়গাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এবং এতে বালক গ্রুপে রানার্স আপ হয়েছে ইছাঘরি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বালিকা গ্রুপে রানার্স আপ হয়েছে বাঞ্ছারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। বৃহস্পতিবার ঢাকায় জাতীয় স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল বালক-বালিকা গ্রুপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনালে বালক গ্রুপে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে সিলেট বিভাগের সুনামগঞ্জ সদরের ইছাঘরি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বালিকা গ্রুপে রাজশাহী বিভাগের পাবনা জেলার সাঁথিয়া উপজেলার জোড়গাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-১গোলে চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার বাঞ্ছারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

টুর্নামেন্টের সেরা খেলোয়াড় (বালক গ্রুপে) নির্বাচিত হয়েছে কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোঃ নাহিদ হোসেন তোহা। সর্বোচ্চ গোলদাতা (বালক গ্রুপে) হয়েছে কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোঃ জুবাইর। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় (বালিকা গ্রুপে) হয়েছে জোড়গাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লামিয়া খাতুন। এবং সর্বোচ্চ গোলদাতা হয়েছে (বালিকা গ্রুপে) বাঞ্ছারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হিয়ামনি।
চ্যাম্পিয়ন্স হওয়া দলকে প্রাইজমানি হিসেবে ৩ লাখ, রানার্সআপকে ২ লাখ আর তৃতীয় হওয়া দল পেয়েছে ১ লাখ টাকা।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব ফরিদ আহাম্মদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোঃ মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোঃ শামসুজ্জামান।

টুর্নামেন্টে তৃতীয় স্থান অর্জন করেছে বালক-বালিকা গ্রুপে যথাক্রমে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার দোহারো সরকারি প্রাথমিক বিদ্যালয় ও খুলনা জেলার কয়রা উপজেলার দেয়াড়া আন্তাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ২৫ ফেব্রুয়ারি ঢাকার মিরপুরস্থ ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত তৃতীয় স্থান নির্ধারণী খেলা অনুষ্ঠিত হয়।

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর জাতীয় পর্যায়ের খেলা ২২ ফেব্রুয়ারি ঢাকার মিরপুরস্থ ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়ের মাঠে শুরু হয়। দেশের আটটি বিভাগের চ্যাম্পিয়ন আটটি বালক ও আটটি বালিকা দল জাতীয় পর্যায়ের খেলায় অংশ নেয়।

দেশের ৬৫,৩৫৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক-বালিকা দল টুর্নামেন্ট অংশ নেয়। ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের খেলা শেষে আজ ঢাকায় জাতীয় স্টেডিয়ামে ফাইনাল খেলা হয়।

জাতীয় পর্যায়ে অংশগ্রহণকারী দলগুলো হলো-বালিকা গ্রুপে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার দেবিগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজশাহী বিভাগের পাবনা জেলার সাঁথিয়া উপজেলার জোড়গাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার দোহারো সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা বিভাগের গোপালগঞ্জ জেলার মকসুদপুর উপজেলার ঠোলনারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, বরিশাল বিভাগের বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার টিটিডিসি সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিলেট বিভাগের সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার ৩৭ নং শাহজালাল সরকারি প্রাথমিক বিদ্যালয়, চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার বাঞ্ছারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার ঈশ্বরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়।

বালক গ্রুপে রংপুর বিভাগের কুড়িগ্রাম সদরের কুড়িগ্রাম ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজশাহী বিভাগের রাজশাহী জেলার বোয়ালিয়ার শিরোইল কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়, খুলনা বিভাগের খুলনা জেলার কয়রা উপজেলার দেয়াড়া আন্তাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার ভুঞাপুর উপজেলার মাটিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বরিশাল বিভাগের ভোলা সদরের ব্যাংকেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিলেট বিভাগের সুনামগঞ্জ সদরের ইছাঘরি সরকারি প্রাথমিক বিদ্যালয়, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার ত্রিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular