নীলফামারী প্রতিনিধি: এবারও রমজানের শুরুতে নীলফামারীর সৈয়দপুরে অসহায় ও গরিব মানুষের মাঝে খাদ্যবস্তা বিতরণ করা হয়েছে।
রোববার দুপুরে ওব্যাট কানাডার অর্থায়নে প্রান্তিক উন্নয়ন সোসাইটি উপজেলায় বসবাসরত হতদরিদ্র একহাজার পরিবারের মধ্যে রমজান খাদ্যবস্তা বিতরণ করেছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক নুর-ই আলম সিদ্দিকী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূর মোহাম্মদ। সভাপতিত্ব করেন প্রান্তিক উন্নয়ন সোসাইটির এলাকা সমন্বয়কারী, ইরফান আজম।
প্রতিটি খাদ্য বস্তায় ছিলো ১৪ কেজি চাউল, ২ কেজি মসুর ডাল, ২.৫ কেজি ছোলা, ১ লিটার তেল এবং ১ কেজি চিনি, যা এসব পরিবারের রমজান মাসে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে।