নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের কর্ণফুলী প্রেসক্লাবের নতুন ৭ সদস্যের এডহক কমিটি গঠিত হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ‘আজকের পত্রিকা’র রিপোর্টার আব্দুল কাইয়ুম এবং সদস্য সচিব হয়েছেন ‘দৈনিক পূর্বদেশ’র মো. আয়াজ।
এই কমিটির অনুমোদন দিয়েছেন চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তর্বর্তী কমিটির সদস্য সচিব জাহেদুল করিম কচি।
কমিটির অন্য সদস্যরা হলেন—‘দৈনিক কালের কণ্ঠ’র হুমায়ুন কবির শাহ্ সুমন, ‘দৈনিক যুগান্তর’র বদরুল হক, ‘সময়-এর আলো’র এনামুল হক নাবিদ, ‘দৈনিক নয়াদিগন্ত’র মো. সিরাজ এবং ‘দৈনিক ইনকিলাব’র মো. জাবেদুল ইসলাম।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, কর্ণফুলী প্রেসক্লাবকে ফ্যাসিবাদের দোসরদের হাত থেকে মুক্ত করতে এবং ‘জুলাই বিপ্লব’-এর পক্ষের সাংবাদিকদের নেতৃত্বে আগামী ছয় মাসের জন্য এই এডহক কমিটি ঘোষণা করা হয়েছে।