গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি: ঐতিহ্যবাহী ফজলুর রহমান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীর বিদায় সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে ফজলুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলা উদ্দিনের সভাপতিত্বে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য মোঃ মুশফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এ.কে. এম আনছার উদ্দিন।অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শাহ মোঃ হেমায়েত উল্লাহ। এসময় বিদ্যালয়ের শিক্ষক – শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।