ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআইন ও আদালতফতুল্লায় স্বামীকে জিম্মি করে গৃহবধূকে গণধর্ষণ

ফতুল্লায় স্বামীকে জিম্মি করে গৃহবধূকে গণধর্ষণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি: স্বামীর গলায় ছুরি ঠেকিয়ে জিম্মি করার ধারণকৃত ভিডিও দেখিয়ে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত ব্যক্তি বাড়ির মালিকের ছেলে নাজমুল ও তার বন্ধু রনি।

ধর্ষণের শিকার গৃহবধূ ওই ধর্ষক নাজমুলদের বাড়িতে ভাড়া থেকে পড়াশুনা ও চাকুরি করতেন। মঙ্গলবার রাতে ভিকটিম বাদি হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা করেছেন।

এরআগে গত ১৮ ফেব্রুয়ারি রাতে ফতুল্লা থানার পূর্ব লামাপাড়া মুড়ির মিল সংলগ্ন মনিরের বাড়িতে ভিকটিম গৃহবধূকে ফাঁদে ফেলে গণধর্ষণের ঘটনা ঘটে।

মামলার সূত্রে জানা যায়, প্রেমের সূত্র ধরে তরুণীর বিয়ে হলেও পারিবারিক কারণে তার স্বামী আলাদা বাসায় বসবাস করছিলেন। আর গৃহবধূ অভিযুক্ত নাজমুলদের বাড়িতে ভাড়া থেকে পড়াশোনা ও চাকরী করতেন।

নাজমুল প্রায়ই ওই গৃহবধূকে উত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিল। ওই দিন রাতে গৃহবধূর স্বামী তার সাথে দেখা করতে এলে নাজমুল ও তার বন্ধু রনি তাকে বাসার সামনে থেকে জোরপূর্বক ধরে নিয়ে যায় মারপিট করে এবং কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। পাশাপাশি তার গলায় ছুরি ঠেকিয়ে ভিডিও ধারণ করে। এবং রাত আড়াইটার দিকে জোরপূর্বক গৃহবধূর ঘরে ঢুকে তাকে ব্লাকমেইল করে গণধর্ষণ করে। ধর্ষণের পর ওই গৃহবধূর মোবাইলটিও নিয়ে যায় ধর্ষকরা।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বলেন, তাৎক্ষনিক বিষয়টি থানায় জানানো হয়নি। এজন্য ধর্ষকরা সুযোগ পেয়ে পালিয়েছে। তাদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে। খুব শিগগিরই তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular