ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeলিডফিলিস্তিনের প্রতি সংহতি, সোহরাওয়ার্দীতে লখো জনতার ঢল

ফিলিস্তিনের প্রতি সংহতি, সোহরাওয়ার্দীতে লখো জনতার ঢল

ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবিতে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশ নিতে রোদে পুড়ে, ঘামে ভিজে সকাল থেকেই দেশের নানা প্রান্ত থেকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয় স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। স্লোগানে আর মিছিলে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে তারা জড়ো হয় সেখানে। স্লোগানে স্লোগানে পুরো সোহরাওয়ার্দী‌ ময়দান প্রকম্পিত হয়।

বিকেল ৩টা থেকে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই রাজধানী ও আশপাশের বিভিন্ন জেলাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করে সাধারণ মানুষ। মিছিলে অংশ নেওয়া অধিকাংশের হাতে ফিলিস্তিনের পতাকা ও বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়।

গণসমাবেশ ৩টায় শুরু হওয়ার কথা থাকলেও এখনও রাজধানীর বিভিন্ন সড়কে মানুষজনকে উদ্যান অভিমুখে আসতে দেখা গেছে। মানুষের চাপে সড়কে যানচলাচল বন্ধ হয়ে গেছে। মৌচাক থেকে শান্তিনগর ফ্লাইওভার দিয়েও আসছেন নারী, পুরুষ, শিশু বৃদ্ধসহ সব বয়সী মানুষ। এর ফলে ফ্লাইওভার দিয়েও যানচলাচল বন্ধ হয়ে যায়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular