শেরপুর প্রতিনিধি : ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর হামলা ও ভারতে মুসলমানদের উপর অব্যাহত উগ্র হিন্দুত্ববাদী আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মার্চ) দুপুরে ঝিনাইগাতী বাজারের ধানহাটি মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। বাংলাদেশ হেফাজতে ইসলাম শেরপুরের ঝিনাইগাতী উপজেলা শাখা এবং বিপ্লবী ছাত্র-জনতা আয়োজিত মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ধানহাটি মোড়ে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ হেফাজতে ইসলাম ঝিনাইগাতী উপজেলা শাখার সভাপতি মুফতি সাইফুল ইসলাম। এতে প্রধান অতিথির বক্তব্য দেন হেফাজতে ইসলাম শেরপুর জেলার সভাপতি মুফতি খালিছুর রহমান।
হেফাজতে ইসলাম ঝিনাইগাতী উপজেলা কমিটির সহসাধারণ সম্পাদক হাফেজ মাওলানা ফয়জুল হাসানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন হেফাজতে ইসলাম উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মুফতি আব্দুর রাজ্জাক, বাংলাদেশ খেলাফত মজলিস ঝিনাইগাতী উপজেলা শাখার সভাপতি মাওলানা ছফির উদ্দিন, স্থানীয় ইউপি সদস্য মো. জাহিদুল হক মনির, হেফাজতে ইসলাম সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক মাওলানা আবু রায়হান, উপজেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা আশরাফুল ইসলাম, ময়মনসিংহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক মো. লুৎফর রহমান লাজু, নাগরিক কমিটি উপজেলা শাখার প্রতিনিধি মো. মানোয়ার হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, ইসরায়েল ঘুমন্ত অবস্থায় মানুষকে হত্যা করছে। তাদের হামলায় যারা মারা যাচ্ছে তাদের অধিকাংশই শিশু এবং নারী। ইসরায়েলের চালানো হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি গণহত্যা বন্ধের দাবি জানান তারা।