ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeশিক্ষাফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে অবস্থান কর্মসূচি, রাবি ছাত্রদলের সংহতি প্রকাশ

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে অবস্থান কর্মসূচি, রাবি ছাত্রদলের সংহতি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : ফিলিস্তিনের গাজা ও রাফায় চলমান বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। একইসঙ্গে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী ৮ এপ্রিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে সংগঠনটি।

শনিবার (৬ এপ্রিল) রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সদস্য (দপ্তরের দায়িত্বে) নাফিউল ইসলাম জীবন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়, দখলদার ইসরায়েলি বাহিনী দীর্ঘদিন ধরে গাজা ও রাফায় যে নির্মম হত্যাযজ্ঞ চালাচ্ছে, তা ইতোমধ্যে হাজার হাজার নিরপরাধ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। শিশু, নারী ও বৃদ্ধরাও রক্ষা পাচ্ছে না এই হত্যাযজ্ঞ থেকে। গাজা উপত্যকা যেন এক মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। ইসরায়েল যেন পৃথিবীর মানচিত্র থেকে গাজার অস্তিত্ব মুছে ফেলতে বদ্ধপরিকর। আন্তর্জাতিক বিশ্ব এই গণহত্যার বিরুদ্ধে এখনও কার্যকর ভূমিকা না নেওয়ায় ছাত্রদল হতাশা প্রকাশ করেছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা শহীদ ও আহত ফিলিস্তিনিদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করে জানায়, আগামীকাল ৭ এপ্রিল সকাল ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক ঘোষিত প্রতিবাদ সমাবেশের প্রতি তারা সম্পূর্ণ সংহতি প্রকাশ করছে।

সংগঠনটির আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, “ইসরায়েলের এই ভয়ঙ্কর বর্বরতা ভাষায় প্রকাশ করার মতো নয়। বিশ্বের নির্লিপ্ত আচরণ আরো বেশি অমানবিক ও লজ্জাজনক। আমরা সকলের নিকট ফিলিস্তিনবাসীর জন্য দোয়া কামনা করছি।”

ছাত্রদলের পক্ষ থেকে আরও জানানো হয়, ফিলিস্তিনের স্বাধীনতা ও মানুষের অধিকারের প্রতি সমর্থন জানিয়ে ভবিষ্যতেও তারা বিভিন্ন কর্মসূচি পালন করবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular