ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশফুলবাড়ীতে বাজার মনিটরিং-এ উপজেলা প্রশাসন

ফুলবাড়ীতে বাজার মনিটরিং-এ উপজেলা প্রশাসন

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য দাম স্থিতিশীল রাখতে চাল, ডিম, মুরগি, সবজিসহ বিভিন্ন দোকানে মনিটরিং করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী ।

শুক্রবার (১১ অক্টোবর) সাকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার মীর মো. আল কামাহ তমাল এর নির্দেশনায় ফুলবাড়ী পৌর শহরের বাজার মনিটরিং করা হয়। এসময় পৌরসভার নির্বাহী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন, পৌর সেনেটারি ইন্সপেক্টর মুরাদসহ পৌরসভা ও উপজেলার কর্মকর্তা উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার ভুমি ও পৌর প্রশাসক মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের মধ্যে চাল, ডাল, তেল, ডিম, আদা, পেঁয়াজ, সবজিসহ মুরগির বাজার নিয়ন্ত্রনে আমাদের টিম কাজ করছে। এছাড়াও দোকানে মূল্য তালিকা টাঙানোসহ পণ্য ক্রয় ও বিক্রয়ের রশিদ খতিয়ে দেখা।

মূল্য তালিকা সঠিকভাবে না টাঙানো, যথাযথভাবে না লেখা, মূল্য তালিকা হালনাগাদ ও সংরক্ষণ না করায় বিভিন্ন প্রতিষ্ঠানকে সতর্ক করা হয় ও কোন ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে অধিক লাভের আশায় দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে বিক্রি করতে না পারে সেদিক টা দেখা হচ্ছে। এর মধ্যেই যারা আইন অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular