ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeকৃষিফুলবাড়ীতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ফুলবাড়ীতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

জাকারিয়া মিঞা, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১০ নভেম্বর সকাল ৯ টায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

উপজেলা কৃষি অফিস চত্বরে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে এ বীজ ও সার বিতরণ করা হয়। উপজেলার ৬ টি ইউনিয়নের ৩ হাজার ২ শত ১০ জন কৃষককে মোট ১০ টি ফসল চাষের জন্য এ সহায়তা দেয়া হয়। ফসলগুলো হলো সরিষা, গম, ভূট্টা, সূর্যমূখী, চিনাবাদাম, পেঁয়াজ, মসুর, খেসারি, মুগ ও অরহর ডাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াছমিন। ধানের পাশাপাশি অন্যান্য ফসলের চাহিদা পুরণের লক্ষ্যে এগুলোর চাষাবাদ বৃদ্ধির জন্য কৃষকদের উৎসাহ বাড়াতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ সহায়তা দেয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। সেই সাথে এসব ফসল চাষাবাদে সার্বক্ষণিক তদারকি ও পরামর্শ প্রদান করবেন মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular