ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশদিনাজপুরফুলবাড়ীতে মদের ভাটি বন্ধের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

ফুলবাড়ীতে মদের ভাটি বন্ধের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

ফুলবাড়ী (দিনাজপুর) থেকে:   পৌর শহরের প্রান কেন্দ্র পাইকাড়ী কাঁচা বাজারের মধ্যে ও ফুলবাড়ী সরকারী কলেজের দেড়শত মিটার দুরত্বে এবং ফুলবাড়ী বাজার মসজিদের একশত মিটারের মধ্যে মদের ভাটি বসারনোর প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও ২৪ ঘন্টার মধ্যে মদের ভাটি উঠিয়ে নেওয়ার আল্টিমেটাম ঘোষনাদেন আন্দোলনকারীরা।

রোববার বৈষম্য ছাত্র আন্দোলন ফুলবাড়ীর ব্যানারে ফুলবাড়ী সরকারী কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহনে ফুলবাড়ী সরকারী কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি মাদের ভাটির এলাকায় এসে পথসভায় রুপ নেয়।

পথসভায় ফুলবাড়ী সরকারী কলেজের ছাত্র দলের আহবায়ক সাগর হোসেন প্রশাসনের দৃষ্টি আকর্ষন করে বলেন আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি এই মদের ভাটি উচ্ছেদ করা না হয়, তাহলে ছাত্র জনতা এই মদের ভাটি উচ্ছেদের দায়িত্ব নিবে।

এসময় ছাত্র বৈষম্য আন্দোলন ফুলবাড়ী শাখার নেতা সাব্বির হোসেন,জিয়াউর রহমান,গোলাম মোরসেদ,ইমরান চৌধুরী নিষাদ,নাইমুর রহমান, আমিনুল ইসলাম,ইয়াসির উপস্থিত ছিলেন।

পরে আন্দোলনকারীরা ফুলবাড়ী পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরীর সাথে দেখা করলে পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরীর তাদের বক্তব্য শুনেন এবং তাদের দাবি দওয়ার সাথে একমত প্রকাশ করে বলেন জনগনের মতামতকে গুরুপ্ত দেওয়া হবে। আজ থেকে ওখানে মদের ভাটির কার্যক্রম বন্ধ করা হবে। এমন আশ্বাসের পর আন্দোলনকারীরা তাদের আন্দোলন সাময়িক স্থগিত করেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular