ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeউৎসব/দিবসফুলবাড়ীর মন্ডবে মন্ডবে সিঁদুর খেলায় মেতেছে নারীরা

ফুলবাড়ীর মন্ডবে মন্ডবে সিঁদুর খেলায় মেতেছে নারীরা

মো. হারুন-উর-রশীদ,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমীতে দিনাজপুরের ফুলবাড়ী পুজা মন্ডপগুলোতে সিঁদুর খেলায় মেতে উঠেছিলেন নারীরা। সিঁদুর খেলা শেষেই শুরু হয় দেবী দুর্গাকে বিদায় দেওয়ার প্রস্তুতি। দুপুরের পর থেকেই ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় প্রতীমা বিসর্জন শুরু হয়।

পাঁচ দিনব্যাপী শারদ উৎসবের শেষ রোববার (১৩ অক্টোবর) পৌর শহরের বিভিন্ন পূজা মন্ড ঘুরে দেখা যায়, ঢাকের তালে তালে সিঁদুর খেলায় মেতে উঠেছেন বিবাহিত নারীরা। একজন অপরজনের সিঁথিতে সিঁদুর তুলে দিচ্ছিলেন তারা। অনেকে একজন আরেকজনের গালেও লাগিয়ে দিচ্ছিলেন সিঁদুরের রঙ। স্বামীর মঙ্গল কামনায় দেবীর পা ছোঁয়ানো এ সিঁদুর নিয়ে খেলায় মেতে ওঠেন তারা।

এর আগে সকাল থেকে শুরু হয় ভক্তদের আরাধনা। দশমী পূজার পর সিঁদুর খেলা শুরু হয়। দুপুরের পর দেবী দুর্গাকে এক বছরের জন্য বিদায় দিতে গিয়ে বিষাদে ভরে ওঠে সবার মন। এসময় ভক্তবৃন্দরা বলেন, এবছর পুজা উদযাপন খুব ভালো হয়েছে। আগামীতেও যেন পুজা ভালো ভাবেই হয় সেই প্রর্থানা করেছি দুর্গার মা‘র কাছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular