ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশঢাকাফের তিতুমীর শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

ফের তিতুমীর শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক: তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি সরকার মানবে না- শিক্ষা উপদেষ্টার এমন বক্তবের জেড়ে আবারও আন্দোলনে নেমেছেন তিতুমীর শিক্ষার্থীরা।

রোববার রাতে রাজধানীর মহাখালীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন তারা। ফলে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

এ সময় শিক্ষার্থীদের শিক্ষা উপদেষ্টার সিদ্ধান্ত, মানি না মানি না, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, উই ওয়ান্ট জাস্টিস, আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, তিতুমীর আসছে, রাজপথ কাঁপছে, টিসি না টিইউ, টিইউ টিইউ, আমার ভাই অনশনে, প্রশাসন কী করে, প্রশাসনের সিন্ডিকেট, ভেঙে দাও গুঁড়িয়ে দাও, শিক্ষা নিয়ে বাণিজ্য, চলবে না চলবে না, অধ্যক্ষের সিন্ডিকেট, মানি না মানব না, ‘আমাদের সংগ্রাম, চলছে চলবে’ ইত্যাদি বিভিন্ন স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শন করতে দেখা গেছে।

এ মুহূর্তে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে মহাখালী রেল ক্রসিং হয়ে আমতলী মোড়ে এসে অবস্থান নিয়েছেন। ফলে সব দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

বিষয়টি নিয়ে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের সংগঠন তিতুমীর ঐক্যের সহযোগী সদস্য অহিদুজ্জামান অভি বলেন, বাংলাদেশের প্রচলিত এলিটিস্ট শিক্ষা সিন্ডিকেট ভেঙে এক নতুন যুগের সূচনা হবে তিতুমীরিয়ানদের হাত ধরে। আমরা হাতে গোনা কিছু মোড়ল বিশ্ববিদ্যালয় এবং অর্থচোষা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কুক্ষিগত শিক্ষা সিন্ডিকেট ধ্বংস করে, শিক্ষাকে সর্বস্তরের জনতার দ্বারে পৌঁছে দেবো। এখনই সময়। এই মুহূর্তে শিক্ষার সংস্কার প্রয়োজন।

অন্যদিকে, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই মুহূর্তে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে মহাখালী রেল ক্রসিং হয়ে আমতলী মোড়ে এসে অবস্থান নিয়েছেন। ফলে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গুলশান ক্রাইম ডিভিশনের পুলিশ ঘটনাস্থলে মোতায়েন রয়েছে।

এ বিষয়ে বনানী থানার ওসি রাসেল সারওয়ার সমকালকে বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, শিক্ষার্থী বলেছেন রাত ৮টার দিকে তারা সড়ক ছেড়ে যাবেন। আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি।

এর আগে, আজ একনেক মিটিং শেষে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ সাংবাদিকদের বলেন, রাজধানী ঢাকার সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি অযৌক্তিক। কলেজটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের এ দাবি সরকার মেনে নেবে না।

তিনি বলেন, তিতুমীর কলেজকে বিশেষ কোনো সুবিধা দেওয়ার সুযোগ নেই। দাবির মুখে সরকার আর কোনো বিশ্ববিদ্যালয় স্থাপন করবে না।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, আমি মনে করি এই মুহূর্তে রাজশাহী কলেজকে বিশ্ববিদ্যালয় করা উচিত। কারণ এটি বাংলাদেশের সবচেয়ে পুরনো কলেজ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular