ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসংগঠন সংবাদফ্যাসিবাদের দোসর বাসসের এমডির অপসারণের দাবি ডিইউজের

ফ্যাসিবাদের দোসর বাসসের এমডির অপসারণের দাবি ডিইউজের

নিজস্ব প্রতিবেদক:  বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহবুব মোর্শেদের অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছে তারা।

অপরদিকে বাসস ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহবুব মোর্শেদ তাঁর ফেসবুক পোস্টে এক প্রতিক্রিয়া ব্যক্ত করে লিখেছেন, ভাগ‍্যের কী নির্মম পরিহাস! জামায়াতপন্থী সাংবাদিকরা আজকে বাসসের সামনে ব্যানার টাঙিয়ে, সমাবেশ করে আমাকে ফ্যাসিবাদের দোসর হিসেবে অকথ্য ভাষায় গালিগালাজ করে গেলেন। বুধবার ডিইউজের সভাপতি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে রাজধানীর পল্টনে বাসস কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, বাসসের এমডির বিগত ছয় মাসের কার্যকলাপ বর্তমান সরকারকে দারুণভাবে প্রশ্নবিদ্ধ করেছে। তাঁরা বাসস পরিচালনায় মাহবুব মোর্শেদের অযোগ্যতার ফলে সৃষ্ট অরাজকতায় ক্ষোভ প্রকাশ করেন।

সমাপনী বক্তব্যে ডিইউজের সভাপতি শহিদুল ইসলাম বলেন, আগামী ১৭ মার্চের মধ্যে বাসসের এমডিকে অপসারণ করে সংকটের সুরাহা করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

ডিইউজের কোষাধ্যক্ষ খন্দকার আলমগীর হোসাইনের পরিচালনায় সভায় বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক খুরশীদ আলম, সিনিয়র সহসভাপতি রফিক মুহাম্মদ, বাসসের সাবেক ইউনিট চিফ আবুল কালাম মানিক, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি রফিকুল ইসলাম, সহসভাপতি গাযী আনোয়ারুল হক, সাবেক সহসভাপতি খন্দকার কাউসার হোসেন, বিএফইউজের দপ্তর সম্পাদক আবু বকর মিয়া, নির্বাহী সদস্য শাহীন হাসনাত ও আবু হানিফ, ডিইউজের প্রচার সম্পাদক আবুল কালাম, জনকল্যাণ সম্পাদক সালাহ উদ্দিন, দপ্তর সম্পাদক ইকবাল মজুমদার, নির্বাহী সদস্য আমীর হামযা চৌধুরী, নিজাম উদ্দিন দরবেশ, রাজু আহমেদ, এম মোশাররফ হোসাইন, তালুকদার রুমী ও ফখরুল ইসলাম, সাবেক নির্বাহী সদস্য এইচ এম আল আমিন, জসিম মেহেদী ও আবদুল হালিম।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন শাখাওয়াত মঈন চৌধুরী, জহিরুল হক, কামরুজ্জামান বাবলু, মশিউর রহমান, নোমান মোশাররফ, এস এম মিজান, সরদার মতিউর রহমান, ফয়েজ উল্লাহ, আমিনুল ইসলাম, রাসেল আহম্মেদ ও আনিসুর রহমান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular