ইলিয়াছ সুমন, বিশেষ প্রতিনিধি: দেশের অন্যতম সেরা আইটি প্রতিষ্ঠান Freedom IT Institution এর ১৩ তম ব্যাচের মিটাপ ১৫ মে বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত ঢাকার খিলগাঁওয়ে অবস্থিত Blue Moon Restaurant and party centre এ অনুষ্ঠিত হয়।
freedom it institution. এর senior faculty মাহবুবুর রহমান এর সভাপতিত্বে ও creative companion এর প্রধান খান সাইফুল ইসলাম ও মোহাম্মদ ইলিয়াছ সুমন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন freedom it institution এর founder and CEO রোটারেক্ট রবিউল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফ্রিডম আইটি ইন্সটিটিউশন এর কো চেয়ারম্যান আয়েশা আক্তার, ফ্রিডম আই টি ইনস্টিটিউশন এর রিলেশনশিপ অফিসার, মোঃ আবু সাইদ মাসুক।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ফ্রিডম আইটি ইনস্টিটিউশন এর সাপোর্ট মেম্বার মাহিম হাসান, টিম লিডার আরিফ বিল্লাহ, টিম লিডার গৌতম রায়, টিম লিডার রায়হানুল ইসলাম, টিম লিডার ফাহমিদুজ্জামান সাগর, creative companion member মোঃ শরিফুল ইসলাম লিমন, মোহাম্মদ এরশাদ হোসেন, ইঞ্জিনিয়ার জাকির হোসেন, প্রফেসর বজলুর রশিদ, ঢাবি রেজিষ্টার শেখ জামিরুল ইসলাম ও দেলোয়ার হোসেন প্রমুখ।
ফ্রিডম আইটি ইন্সটিটিউশন দেশের বেকারত্ব দূরীকরণে ও রেমিটেন্স খাত শক্তিশালী করনে অগ্রণী ভূমিকা পালন করছে দক্ষ freelancer তৈরির মাধ্যমে। এই প্রতিষ্ঠানটি দুইটি কোর্স পরিচালনা করে তার মধ্যে একটি হলো ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন যেটি সম্পূর্ণরূপে ফ্রী আর অপর পেইড কোর্সটি হল মাস্টারক্লাস ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট এন্ড ফ্রিল্যান্সিং কোর্স ।
দিনব্যাপী ১৩ তম ব্যাচ এর এই মিটাপ অনুষ্ঠানের প্রথম পর্বে সকাল ৯ টায় প্রোগ্রাম এ উপস্থিত সবাইকে ফুল দিয়ে বরণ করা হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।
অনুষ্ঠান সূচীর মধ্যে ছিল, অতিথিদের ফুল দিয়ে বরণ, সকালের নাস্তা, স্বাগত বক্তব্য, বেস্ট স্টুডেন্ট এওয়ার্ডেড এইচ এম মাসুদ কর্তৃক ফ্রিডম আইটি ইনস্টিটিউশন এর থিম সং পারফরম্যান্স, মিটাপ ফিডব্যাক, রিক্রিয়েশন পার্ট, অভিজ্ঞতা শেয়ার, পিলো পাসিং ফর ওমেন, সলো সং বাই শরীফ লিমন, প্রেয়ার এন্ড লাঞ্চ ব্রেক, কোরআন তেলাওয়াতের মাধ্যমে দ্বিতীয় সেশনের শুরু, সিনিয়র ফ্যাকাল্টির বক্তব্য, ফ্রিডম আই টি ইনস্টিটিউশন এর ফাউন্ডার এন্ড সিইও কর্তৃক ইন্সপিরেশনাল স্পিচ, ফ্রিডম আইটি ইন্সটিটিউশন কর্তৃপক্ষকে উপহার ও সম্মাননা স্মারক প্রদান, ফ্রিডম আইটি ইনস্টিটিউশন কর্তৃক প্রত্যেক শিক্ষার্থীকে বিভিন্ন স্তরে ক্রেস্ট প্রদান, ক্রিয়েটিভ কম্পানিয়ন কর্তৃক উপস্থিত সবাইকে গিফট প্রদান, রেফেল ড্র ও রেফেল ড্রয়ের পুরস্কার প্রদান, সর্বশেষ অনুষ্ঠানের সভাপতি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন সবার উত্তরোত্তর সমৃদ্ধি কামনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।