ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়বঙ্গভবনের দরবার হল থেকে বঙ্গবন্ধুর ছবি সরানো হয়েছে

বঙ্গভবনের দরবার হল থেকে বঙ্গবন্ধুর ছবি সরানো হয়েছে

নিউজ ডেস্ক:  বঙ্গভবনের দরবার হল থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরানোর ঘটনার পর এবার সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টার দপ্তর থেকেও তাঁর ছবি সরানো হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) সচিবালয়ে দায়িত্ব গ্রহণকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দপ্তরে শেখ মুজিবুর রহমানের ছবি দেখা যায়নি। এ বিষয়ে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন নিশ্চিত করেছেন যে, দপ্তরে ছবি ছিল না।

নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের দপ্তর থেকেও একই অভিযোগ পাওয়া গেছে। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আরিফ বিল্লাহ জানিয়েছেন, দপ্তরে বঙ্গবন্ধুর ছবি সরানো হয়েছে।

এছাড়া, নতুন বস্ত্র ও পাট এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন শপথ নেওয়ার পর সচিবালয়ে দায়িত্ব গ্রহণকালে তাঁর দপ্তরেও শেখ মুজিবুর রহমানের ছবি ছিল না বলে নিশ্চিত করেছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আসিফ আহমেদ।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে বঙ্গভবনের দরবার হল থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানোর বিষয়টি উল্লেখ করেন। পোস্টে যুক্ত একটি ছবিতে দেখা যায়, তিনি যে স্থানে দাঁড়িয়ে ছবি তুলেছেন, সেখানে বঙ্গবন্ধুর ছবি আর নেই। ছবিটি আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ তুলেছেন বলে মাহফুজ আলম উল্লেখ করেছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular