ঢাকা  বৃহস্পতিবার, ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ; ১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeশুভ জন্মদিনবছরে দু’বার অমিতাভের জন্মদিন!

বছরে দু’বার অমিতাভের জন্মদিন!

নিউজ ডেস্ক : বছরে দু’বার জন্মদিন! হ্যাঁ, বিগ-বি’র জন্মদিন বলে কথা! অভিনয় দক্ষতা দিয়ে বহু প্রজন্মকে মুগ্ধ করেছেন তিনি। গত ১১ অক্টোবর ৮২তম জন্মদিন উদযাপন হলো অভিনেতার।

ভক্তদের মাঝে বিশেষ এ দিনে উন্মাদনা তো থাকেই। সারাবিশ্ব থেকে আসা অগণিত ভক্ত তাঁকে একঝলক দেখতে মুম্বাইয়ের বাড়ি জলসার বাইরে ভিড় করেন। কিন্তু জানেন কি অমিতাভের জন্মদিন কেন বছরে দু’দিন উদ্যাপন হয়?

অমিতাভ উত্তর প্রদেশের এলাহাবাদে জন্মগ্রহণ করেন । দিনটি ১৯৪২ সালের ১১ অক্টোবর। এদিন প্রতি বছরই ধুমধাম করে জন্মদিন পালন হয়। অন্যদিকে, তাঁর দ্বিতীয় জন্মদিন ২ আগস্ট পালন করেন অনেকেই। এ আবার কেমন কথা!

আর সেটি ‘কুলি’ সিনেমার সূত্র ধরে। ১৯৮২ সালে এ ছবির শুটিং চলাকালে মারাত্মক আহত হয়েছিলেন তিনি। পুনিত ইসারের সঙ্গে একটি দৃশ্যের শুটিংয়ে ঘটনাক্রমে তাঁর পেটে চোট লাগে। এতে জ্ঞান হারান অমিতাভ। তড়িঘড়ি করে তাঁকে বেঙ্গালুরুর সেন্ট ফিলোমেনা হাসপাতালে ভর্তি করানো হয়।

শোনা যায়, কুলির সেটে এ দুর্ঘটনার পর পেটে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে অভিনেতাকে ‘ক্লিনিক্যালি মৃত’ বলেও ঘোষণা করা হয়েছিল। তবে সকলে দোয়ায় সেবার তিনি বেঁচে ফিরেছিলেন। ডাক্তাররা তাঁকে একটি অ্যাড্রেনালিন ইনজেকশন দিয়ে পুনরুজ্জীবিত করেছিলেন। এই দিনটি ছিল ২ আগস্ট।

ভক্তরা এই দিনটিতে অভিনেতার দ্বিতীয় জন্মদিন উদযাপন করেন। এই ঘটনাকে তাঁরা মৃত্যুর মুখ থেকে ফিরে আসার সঙ্গে তুলনা করেন। এমনকি দুর্ঘটনার পর কুলির ক্লাইম্যাক্সও পরিবর্তন করা হয়েছিল বলে শোনা যায়।

সম্প্রতি মুক্তি পেয়েছে অমিতাভ বচ্চন অভিনীত সিনেমা ‘কল্কি’। এতে তিনি অচেনা রূপে ধরা দিয়েছেন। অশ্বত্থামা লুকে সবাইকে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন। বর্তমানে তিনি ‘কৌন বনেগা ক্রোড়পতি’র নতুন সিজনের শুটিংয়ে ব্যস্ত রয়েছেন।

সূত্র: টাইমস নাও

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular