ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাতানজিম সাকিবের প্রশংসায় পঞ্চমুখ সিমন্স

তানজিম সাকিবের প্রশংসায় পঞ্চমুখ সিমন্স

নিউজ ডেস্ক : জাতীয় দলের জার্সিতে সাদা বলের ক্রিকেটে নিজেকে প্রমাণ করে চলছেন তানজিম হাসান সাকিব। জিম্বাবুয়ে সিরিজে প্রথমবারের মতো টেস্ট দলে জায়গা করে পেয়েছেন তরুণ এই পেসার। তবে প্রথম টেস্টে একাদশে ছিলেন না তানজিম সাকিব।

পিএসএল খেলতে পাকিস্তানে গিয়েছেন আরেক পেসার নাহিদ রানা। তাই দ্বিতীয় টেস্টেই অভিষেক হওয়ার সম্ভাবনা আছে তানজিম সাকিবের। তরুণ এই পেসারকে নিয়েও বেশ আশাবাদী টাইগার কোচ ফিল সিমন্স। 

রোববার (২৭ এপ্রিল) চট্টগ্রাম টেস্টের আগের দিন সংবাদ সম্মেলনে আসেন সিমন্স। এ সময় তানজিম সাকিবের প্রশংসা করে তিনি বলেন, ‘আমার মনে হয় সে (তানজিম সাকিব) যেকোনো ফরম্যাটেই ভালো করতে পারবে। যে লেন্থে সে বল করে, দারুণ পেসও আছে। সাদা বলে স্টাম্পে হিট করে। কট বিহাইন্ড করে প্রায়ই। আশা করি সে ভালো করতে পারবে। (সাকিব ব্যাটিং ডেপথ এনে দিবে) এটা সবসময়ই ভালো ব্যাপার দলের জন্য।’

এছাড়া টাইগারদের পেস আক্রমণ প্রসঙ্গে সিমন্স বলেন, ‘আমাদের স্কিলে ফোকাস করতে হবে। হাসান (মাহমুদ) ৫ উইকেট নিয়েছে পাকিস্তানে, সেখানে বেশি একটা পার্থক্য নয় এখান থেকে। সাকিব তরুণ এখনও। আমার মনে হয় এখানেও আমাদের ভালো পেসার রয়েছে।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular