ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষবনভোজন যাত্রায় প্রাণ গেল শিক্ষার্থীর

বনভোজন যাত্রায় প্রাণ গেল শিক্ষার্থীর

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে বনভোজনে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় রাশেদুল ইসলাম নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বাসের জানালা দিয়ে মাথা বের করলে গাছের সাথে আঘাত লেগে গুরুতর আহত হয় রাশেদুল।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সাতপোয়া ইউনিয়নের সোনাকান্দর মাঘমারা এলাকার সরিষাবাড়ী-জামিরা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

রাশেদুল ইসলাম ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ও সাতপোয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি সিদ্দিকুর রহমানের ছেলে।

বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয় থেকে শিক্ষার্থীদের নিয়ে গাজীপুর সাফারি পার্কে বনভোজনে যাচ্ছিল একটি বাস। বাসটি সোনাকান্দর বাঘমারা মোড়ে পৌঁছলে বাসের জানালা দিয়ে মাথা বের করলে গাছের সাথে আঘাত লেগে গুরুতর আহত হয় রাশেদুল ইসলাম।

আহত অবস্থায় রাশেদুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বাসটি জব্দ ও চালককে আটক করেছে পুলিশ।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ চাঁন মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়েছে। এ ঘটনায় বাসের চালককে আটক ও বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular