ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সঙ্গে সীমান্তহত্যা সঙ্গতিপূর্ণ নয়: পররাষ্ট্রসচিব

বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সঙ্গে সীমান্তহত্যা সঙ্গতিপূর্ণ নয়: পররাষ্ট্রসচিব

নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন বলেছেন, ভারতের পররাষ্ট্রসচিবকে বলা হয়েছে যে, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সঙ্গে সীমান্তহত্যা সঙ্গতিপূর্ণ নয়।

সোমবার ভারতের পররাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠকের পর এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

তিন বলেন, ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে আজকের বৈঠকে সীমান্ত হত্যা নিয়ে আলোচনা করেছি। আমরা বলেছি, সীমান্তে হত্যাকাণ্ড কাম্য নয় এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সঙ্গে এ ধরনের হত্যাকাণ্ড সঙ্গতিপূর্ণ নয়।

তিনি আরও বলেন, আমরা সবসময় বলেছি যে, সীমান্তহত্যা যেন শূন্যের কোঠায় নামিয়ে আনা হয়। তাদের দিক থেকে তারা বলেছে, সীমান্তে নানা ধরনের অপরাধ হয়। হত্যাকাণ্ডের সঙ্গে এসব অপরাধের সংযোগ আছে।আমরা বলেছি, আমরা কোনো অপরাধ সমর্থন করি না, একইসঙ্গে হত্যাকাণ্ডকেও সমর্থন করি না। কাজেই দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের যে কথা বলছি, তার সঙ্গে সঙ্গতি রেখে আমাদের যে অঙ্গীকার এবং রাজনৈতিক যে অঙ্গীকার হত্যাকাণ্ড শূন্যের কোঠায় নামিয়ে আনার, সেটার বিষয়ে তারা যেন শ্রদ্ধাশীল থাকেন।

পররাষ্ট্রসচিব জসিম উদ্দিন বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারত যেন হস্তক্ষেপ না করে সে বিষয়ে ভারতের পররাষ্ট্রসচিবকে বলা হয়েছে।
আমরা বলেছি বাংলাদেশে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করে। এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়। আমাদের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা আশা করি না। আমরা অন্য দেশের ক্ষেত্রেও এটা করি না।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular